লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এই ২ ভুলের জন্য কোটি কোটি রেশন কার্ড বাতিল হচ্ছে, আপনিও করছেন না তো?

Published on:

রেশন কার্ড (Ration Card), যা মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব মানুষের কাছেই গুরুত্বপূর্ণ এক সম্পদ। শুধু খাদ্য সামগ্রী নয়, বরং এটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবেও কাজ করে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রেশন দুর্নীতি বন্ধ করার জন্য কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। আর এর ফলে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে।

আপনার রেশন কার্ডও কি বাতিল হয়ে গিয়েছে বা আপনার রেশন কার্ড বাতিল হবে কিনা জানতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কেন রেশন কার্ড ব্লক করা হচ্ছে?

খাদ্য সাথী প্রকল্পের আওতায় এতদিন রাজ্যের প্রায় ১০ কোটি ৬০ লক্ষ মানুষ রেশনের সুবিধা পেতেন। কিন্তু বাস্তবে এতো মানুষের রেশন তোলার রেকর্ড ছিল না। রাজ্য সরকার একটি রিভিউ এর মাধ্যমে জানতে পারে যে, বহু রেশন কার্ড এখনো সক্রিয় রয়েছে এবং তারা মাসের পর মাস রেশন না তুলে কার্ড রেখে দিয়েছেন। আর এর ফলে সরকারের উপর অপ্রয়োজনীয় অর্থনৈতিক চাপ বাড়ছে।

READ MORE:  স্বল্প বিনিয়োগ লক্ষ লক্ষ টাকা আয়, এখনই শুরু করুন ড্রাগন ফল চাষ

কী না করলে রেশন কার্ড বাতিল হতে পারে?

প্রথমত যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। এছাড়া টানা ছয় মাস যদি রেশন না তোলেন সেক্ষেত্রে রেশন কার্ড বাতিলের সম্ভাবনা থাকে। এই দুটি শর্ত পূরণ না করলেই রেশন কার্ড নিষ্ক্রিয় বা ব্লক করে দিচ্ছে সরকার। আর ব্লক হওয়ার তিন মাসের মধ্যে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেই কার্ড চিরতরে বাতিল করে দেওয়া হতে পারে।

কটি রেশন কার্ড বাতিল হয়েছে?

এখনো পর্যন্ত সরকারের তথ্য অনুসারে এই নতুন পদক্ষেপ নেওয়ার পর রাজ্যের ১০ কোটি রেশন কার্ড থেকে কমে প্রায় ৯ কোটিতে দাঁড়িয়েছে। হিসাব বলছে, প্রায় ১ কোটি ৪০ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে। আর এই বিশাল সংখ্যক কার্ড ব্লক হওয়ার মাধ্যমে রাজ্য সরকার বছরে কোটি কোটি টাকা লাভ করে নিতে পারে বলেই খবর।

READ MORE:  LPG Cylinder Price: একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম! উজ্জ্বলা গ্রাহকদেরও বড় ঝটকা | Again LPG Cylinder Price Hiked By Rs 50

কীভাবে জানবেন আপনার রেশন কার্ড সক্রিয় কিনা?

আপনার রেশন কার্ড সক্রিয় কিনা তা জানতে হলে স্থানীয় রেশন দোকানে গিয়ে রেশন কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারেন। এছাড়া অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে লগইন করে স্ট্যাটাস দেখতে পারেন। যদি কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

READ MORE:  AAI Recruitment 2025: শুরুতেই বেতন ৪০ হাজার! এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগ | Airports Authority Of India Job

কীভাবে ব্লক রেশন কার্ড আবার চালু করবেন?

ব্লক রেশন কার্ড চালু করার জন্য নিকটবর্তী রেশন অফিসে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বা পরিচয়পত্র জমা দিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। এরপর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না করা থাকলে সেটা করিয়ে নিতে হবে। তবে জানিয়ে রাখি, তিন মাসের মধ্যে পদক্ষেপ না নিলে চিরতরে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।

রেশন দুর্নীতি রোধ করতে কেন্দ্রীয় সরকারও সমস্ত রাজ্যকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও কিছু রাজ্য এই নিয়ে আপত্তি তুলেছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পূর্ণ সহযোগিতা দেখিয়েছে এবং নিয়ম কার্যকর করেছে। তাই আপনার রেশন কার্ড যাতে ব্লক না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.