লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

Published on:

বেশ কয়েকটি Samsung স্মার্টফোনে আর পাওয়া যাবে না ওএস আপডেট। কিছু গ্যালাক্সি ডিভাইসের জন্য, অ্যান্ড্রয়েড ১৫ শেষ আপডেট হবে বলে জানা গেছে। স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরা এমনিতেই এখনও One UI 7 আপডেট না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন, এখন আবার এই খবর তাদের নিঃসন্দেহে বড় ধাক্কা দেবে। রিপোর্ট অনুসারে, কিছু গ্যালাক্সি ডিভাইস শেষ ওএস আপগ্রেড হিসাবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আপডেট পেতে চলেছে। আমরা এই ধরনের ডিভাইসের একটি লিস্ট তৈরি করেছি। আসুন দেখে নেওয়া যাক আপনার ফোন এই লিস্টে আছে কিনা?

READ MORE:  চালের বস্তায় ভেজা ফোন রাখলে আদৌ কাজ হয়! অন্ধ বিশ্বাস না রেখে সত্যিটা জানুন

অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের পরে এই Samsung Galaxy ডিভাইসে ওএস আপডেট আসবে না

– গ্যালাক্সি এস২১

– গ্যালাক্সি এস২১+

– গ্যালাক্সি এস২১ আল্ট্রা

– গ্যালাক্সি জেড ফোল্ড ৩

– গ্যালাক্সি জেড ফ্লিপ ৩

– গ্যালাক্সি এ১৪

– গ্যালাক্সি এ১৪ ৫জি

– গ্যালাক্সি এম৩৩

– গ্যালাক্সি এম১৪

– গ্যালাক্সি এম১৫ ৫জি

– গ্যালাক্সি এফ১৪

READ MORE:  Samsung Galaxy Flip 6 Discount: ১১ হাজার টাকা ডিসকাউন্টের সাথে এক্সট্রা ক্যাশব্যাক, Samsung Galaxy S24 ও Galaxy Z Flip 6 বিরাট সস্তায় | Samsung Galaxy S24 Offer

– গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট (২০২২)

– গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো

গিজচায়নার রিপোর্টে বলা হয়েছে, স্যামসাংয়ের বর্তমান সফটওয়্যার আপডেট পলিসির ওপর ভিত্তি করে এই লিস্ট তৈরি করা হয়েছে। উপরের লিস্টে থাকা ডিভাইসগুলির জন্য অ্যান্ড্রয়েড ১৫ শেষ আপডেট হবে। তবে ফোনগুলি ওয়ান ইউআই ৭.১ এর মতো ওয়ান ইউআই আপডেট পেতে থাকবে। অর্থাৎ সিকিউরিটি আপডেট পাবে এই স্মার্টফোনগুলি।

READ MORE:  Apple মানেই সেরা! প্রথম ফোল্ডেবল আইফোনে থাকবে এই চমক

এখন লিস্টে থাকা ব্যবহারকারীদের কী করা উচিত? যদি কোনও ডিভাইস শেষ বড় সফ্টওয়্যার আপডেট পেয়ে থাকে, তাহলে আমাদের পরামর্শ সুযোগ থাকলে নতুন ফোন কিনুন। তবে তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ আপডেট আসতে এখনও কিছুদিন দেরি আছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.