একই UPI অ্যাকাউন্ট এখন ব্যবহার করতে পারবে ৫ জন! UPI সার্কেল ফিচারের ভেলকি
ভারতে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়াতে ইউপিআই এর গুরুত্ব কোনদিন অস্বীকার করা যাবে না। দিনের পর দিন মানুষ আরও ডিজিটাল পেমেন্টের দিকে পা বাড়াচ্ছে। চা বিক্রি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, সবাই এখন অনলাইন পেমেন্ট ব্যবহার করে। আর এর জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল BHIM অ্যাপের নতুন ফিচার ইউপিআই সার্কেল (UPI Circle)।
ধরুন, আপনার ইউপিআই অ্যাকাউন্ট রয়েছে। তবে আপনার বাবা-মা বয়সের কারণে বা আপনার স্কুলে পড়া সন্তানরা ইউপিআই ব্যবহার করতে পারেনা। অথচ ওনাদের মাঝে মধ্যে কিছু না কিছু পেমেন্ট করতে হয়। এবার সেই সমস্যার সমাধান করেছে ইউপিআই সার্কেল।
জানা যাচ্ছে, এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পরিবারের আরও পাঁচজন মানুষকে লেনদেন করার অনুমতি দিতে পারবেন। তবে সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটি লেনদেনের জন্য আপনার অনুমতি এবং ইউপিআই পিন ব্যবহার করতে হবে। অর্থাৎ, টাকা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে, কিন্তু ব্যবহার করবে তারা।
এখনও পর্যন্ত যা খবর, এই ফিচারের আওতায় আপনি যাদের অ্যাক্সেস দিতে পারবেন তারা হতে পারে আপনার বাবা-মা বা কোন অভিভাবক, আপনার সন্তান, আপনার স্ত্রী বা স্বামী এবং আপনার কোন ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, একসঙ্গে সর্বোচ্চ পাঁচজনকেই অনুমতি দিতে পারবেন।
এবার ইউপিআই পেমেন্ট নিয়ে সবার মনেই একটা প্রশ্ন আসতে পারে যে, অন্য কেউ আমার অ্যাকাউন্ট ব্যবহার করছে, তাহলে যদি কোন ভুল পেমেন্ট হয়ে যায়? আর এই জায়গাতেই ইউপিআই সার্কেলের রয়েছে সব থেকে বড় এক ফিচার।
হ্যাঁ, কারণ প্রত্যেকটি পেমেন্টের আগে আপনার ইউপিআই পিন দিতে হবে। পাশাপাশি আপনি চাইলে নির্দিষ্ট মাসিক লেনদেনের সীমাও সেট করে দিতে পারবেন। আর এর ফলে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করলেও কেউ ভুলবশত অতিরিক্ত টাকা পাঠাতে পারবে না। আপনি থাকবেন সবকিছুর নজরদারিতে।
আপনি চাইলে খুব সহজেই এখনই ইউপিআই সার্কেল ফিচারটি চালু করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
বর্তমান যুগে দাঁড়িয়ে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। তবে অনেক প্রবীণ ব্যক্তি বা প্রযুক্তি অনভিজ্ঞ মানুষের কাছে এটি বিশাল সহায়ক হতে পারে। পরিবারে থাকা বয়স্ক সদস্যরা এর মাধ্যমে খুব সহজে লেনদেন করতে পারবে। এমনকি প্রয়োজনে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়ে নিরাপদ রাখা যাবে এই গোটা সিস্টেমকে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 30 এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে অনেকেই নিজের ব্যবসায়িক…
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার ফলাফল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে দ্বিমুকুট জয়ের পর কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টারে অনামি খেলোয়াড়দের…
ভারত ও ফ্রান্সের মধ্যে ৬৩,০০০ কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক (India…
This website uses cookies.