লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একটানা ৯ দিন ছুটি এপ্রিলে! আপনি কীভাবে পাবেন হিসাব দেখে নিন

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: গরম শুরু হলেও উৎসবের আমাজে মাতোয়ারা গোটা রাজ্য। বাংলা নববর্ষ থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডে সবই রয়েছে এই এপ্রিল মাসে। আর এপ্রিল মাস এমন একটি সময়, যখন ব্যস্ত কর্মজীবনের মাঝে বড় ছুটির (Holiday) সুযোগ এনে দিচ্ছে। আর এবার ছুটির ক্যালেন্ডারে ২, ৩ দিনের নয়। বরং একটানা ৯ দিনের ছুটির সুযোগ থাকছে। কিন্তু কীভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

৯ দিনের ছুটি কীভাবে সম্ভব?

ক্যালেন্ডার বলছে, আগামী সপ্তাহের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই ছুটি গুলি পড়বে। প্রথমত ১৫ই এপ্রিল সোমবার ডঃ বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। এরপর ১৬ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে।

READ MORE:  UPI থেকে LPG-এর মূল্য, ১লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই ৫ নিয়ম

১৯শে এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি থাকবে। আর এর মধ্যে যদি ১৭ এবং ১৮ এপ্রিল কেউ ব্যক্তিগত ছুটি নিয়ে নেয়, তাহলে ১৩ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি পাওয়া যাবে।

CL নাকি EL, কোনটা নেবেন?

সরকারের নিয়ম অনুযায়ী, টানা ৬ দিনের বেশি ছুটি নেওয়া হলে সেটা CL (Casual Leave) বলে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে Earned Leave (EL) নিতে হবে। CL এর ক্ষেত্রে কাজের পরে রেট্রোস্পেকটিভভাবে আবেদন করা যায়।

READ MORE:  ১০ই এপ্রিল ডেডলাইন! এই কাজ না করলে PNB গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

তবে EL এর ক্ষেত্রে আগে থেকেই কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হয়। আর এই মুহূর্তে ছুটির জন্য আবেদন করতে হলে HRMS পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। তবে EL নিতে গেলে আগেই প্ল্যান করা উচিত। 

এক নজরে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ ছুটি

প্রথমত, ৬ই এপ্রিল শনিবার রামনবমী উপলক্ষে ছুটি ছিল। তবে রবিবার পড়ায় কার্যত সেই ছুটি নষ্ট হয়ে যায়। এরপর ১০ই এপ্রিল বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি ছিল। ১৫ই এপ্রিল সোমবার আম্বেদকর জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। ১৬ই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি থাকবে এবং ১৯শে এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি থাকবে।

READ MORE:  দ্বাদশ পাসেই রেলে চাকরি! ১১,২০০-র বেশি পোস্টে TC নিয়োগের বিজ্ঞপ্তি জারি

সরকারি কর্মচারী সংগঠনের বার্তা

এই ছুটির বিষয়ে সরকারি কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ছুটি নেওয়া একজন কর্মচারীর ব্যক্তিগত অধিকার। কেউ সেই অধিকার ছিনিয়ে নিতে পারে না। তবে ছুটি সংক্রান্ত কোনো নিয়ম নবান্ন বদলায়নি।”

এই টানা ছুটির সুযোগে কেউ ঘুরে আসতে পারেন দার্জিলিং, মানালি কিংবা দীঘা বা শান্তিনিকেতনে। আপনি চাইলে বাড়িতেও এই ছুটি পরিবারের সঙ্গে কাটাতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.