লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একটা বোতাম টিপেই নিজেকে রক্ষা করতে পারবেন ATM জালিয়াতি থেকে

Published on:

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ দুনিয়া যতই উন্নত হোক না কেন, এই ডিজিটাল যুগে এটিএম (Automated teller machine) এখনও নিজের পরিষেবা যথাযথ দিয়ে চলেছে। এর আসল কারণ হচ্ছে বাজার বা দোকানে খুচরো টাকার লেনদেন। বাজেরে সবার দোকানে এখনও অনলাইন পেমেন্ট এর ব্যবস্থা গড়ে ওঠেনি ফলে হাতে খুচরো টাকা রাখতেই হচ্ছে। ফলে তখন একমাত্র ভরসা ATM। কিন্তু গ্রাহকের খুব সামান্য ভুলের কারণে তার টাকা প্রতারকদের কাছে সহজেই চলে যেতে পারে। তাই এটিএম ব্যবহার খুব সহজ হলেও গ্রহককে সতর্ক সবসময় থাকতে হবে।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

আপনি কোনো এটিএমে গিয়ে তাড়াহুড়ো করে টাকা তুলে বেড়িয়ে আসবেননা। বেড়িয়ে আসার আগে সামান্য কিছু স্টেপ ফলো করলেই আপনার টাকা সুরক্ষিত থাকবে। যদি কেউ আপনার টাকা তুলতে চায় সেক্ষেত্রেও সহজ হবে না বিষয়টি।

READ MORE:  চোখের পলকে পুড়ে ছাই হবে শত্রুর ড্রোন-ফাইটার জেট! হাড় কাঁপানো অস্ত্র তৈরি করছে ভারত

যখনই আপনার এটিএম এর পরিষেবা নেওয়া হয়ে যাবে তখনই আপনি অবশ্যই মনে করে এটিএম মেশিনের কিবোর্ডে থাকা ক্যান্সেল বোতামটি টিপে দেবেন। তখন দেখবেন এটিএম মেশিনটি নিজের স্ট্যান্ড বাই মোডে ফিরে গেছে। প্রতিবার একই স্টেপ ফলো করে চললে আপনার সঞ্চিত টাকা কেউ কখনোই হাতিয়ে নিতে পারবেনা।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

সাধারণত যারা প্রতারণা করার তাগিদে থাকেন তাদের প্রধান কাজ হচ্ছে আপনার এটিএম এর কাজ আপনাকে সম্পূর্ণ করতে না দেওয়া। তাই যখনই দেখবেন আপনাকে খুব বেশি তাড়াহুড়ো দেওয়া হচ্ছে তখনই আপনি বেশি সতর্ক হয়ে যান। আর অবশ্যই আপনি মনে রাখবেন আপনি যখন এটিএম এর পরিষেবা নেবেন তখন যেনো অচেনা কোনো ব্যক্তি আপনার পিছনে এসে না দাঁড়ায়।

READ MORE:  Wagon R: প্রতিদিন বিক্রি ৫০০-র বেশি ইউনিট, একটানা ৪ বছর রাজত্ব করছে Maruti-র এই গাড়ি | 2024-25 Top Selling Car Of India

মোবাইল ব্যাঙ্কিং যারা ব্যবহার করে তাদের এক্ষেত্রে ঝুঁকি অনেকাংশে কম থাকে। তবে যারা এটিএম পরিষেবা গ্রহণ করেন তারা পরিষেবা গ্রহণ করার পর আপনার কাজের প্রিন্ট আউট বের করে নেবেন। যেখানে এই সুবিধা নেই সেখানে একটু বেশি সতর্ক থাকবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.