সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের কল্যাণার্থে কেন্দ্রীয় সরকারের তরফে নানারকম প্রকল্প চালানো হচ্ছে। এই প্রকল্পগুলির দরুন আজকের সময়ে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। ছোট থেকে বয়স্ক সকলের জন্যই কিছু না কিছু প্রকল্প এনেছে ভারত সরকার। যার মধ্যে অন্যতম হল রেশন প্রকল্প (Ration Scheme)। যে সকল মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন তাঁদের খুব অল্প সামান্য টাকার বিনিময়ে আবার বিনামূল্যে সরকারের তরফে রেশন দেওয়া হয়। কিন্তু এই রেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়। এক চুল এদিক ওদিক হলে সরকার আপনার রেশন আটকে দিতে পারে। আজকের এই প্রতিবেদনে তেমনই কিছু জিনিস নিয়ে আলোচনা করা হবে যেটি সম্পর্কে আপনার জানা উচিৎ। বিশেষ করে যদি আপনার কাছেও রেশন কার্ড থেকে থাকে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রেশন কার্ডের কিছু নিয়ম
দেশে এখনও অবধি এমন বহু মানুষ বাস করেন যারা একদম দারিদ্র সীমার নিচে। একবেলা খেলে অন্য বেলা কী খাবেন ইয়তা নিয়ে চিন্তার শেষ থাকে না, কিন্তু সরকার সকলের সেই চিন্তা দূর করেছে। দেওয়া হচ্ছে রেশন। রেশন পেতে হলে একটা জিনিস থাকা জরুরি, আর সেটা হল নির্ভুল রেশন কার্ড। এই বিশেষ কার্ডের মাধ্যমেই গ্রাহকরা রেশন ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে রেশন পেয়ে যান। তবে সরকারের তরফে এই রেশন কার্ড নিয়ে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যা সকলকে মেনে চলতে হবে।
যে নিয়ম মানবে না সে কিন্তু রেশন পাবে না। রেশন কার্ডে একটা ভুল আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে সরকারের তরফে সকলকে রেশন কার্ডের কেওয়াইসি করিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আর যারা সরকারের এই নির্দেশ মানবেন না তাঁরা আর রেশন পাবেন না।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বাড়িতে বসেই করুন E-KYC
এখন কিন্তু আপনি বাড়িতে বসে অনলাইন জেনে নিতে পারেন আপনার E-KYC প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা। এর জন্য আপনাকে আপনার রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ধরুন আপনি বিহারের বাসিন্দা। তাহলে আপনাকে এ যেতে হবে।
এর পর আপনি রেশন কার্ডের তথ্যের উপর গিয়ে সার্চ করতে হবে। এর পর আপনাকে সেখানে আপনার মোবাইল নম্বর অথবা আপনার রেশন কার্ড নম্বর লিখতে হবে এবং আপনার জেলা নির্বাচন করতে হবে। এর পর আপনাকে আপনার বিস্তারিত তথ্য স্ক্রিনে দেখাবে। যদি আপনার KYC না হয়ে থাকে, তাহলে আপনাকে সেখানে দেখাবে। যদি এমন হয় তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। এছাড়া আপনি যে কোনও সাইবার ক্যাফেতে গিয়েও এই কাজ করিয়ে নিতে পারবেন।