একটা মোবাইল চার্জ দিতে মাসে ১৭০ টাকার বিদ্যুৎ! দেখুন হিসাব, চোখ কপালে উঠবে
আজকের দিনে স্মার্টফোন (Mobile Phone) আমাদের জীবনের সবথেকে অবিচ্ছেদ্য এক অংশ। ঘুম থেকে ওঠার পর প্রথমেই আমরা যে জিনিসটাকে খুঁজি, তা হল স্মার্টফোন। সকাল থেকে রাত, সোশ্যাল মিডিয়া, অনলাইন পেমেন্ট, অফিস, কল কিংবা বিনোদন, সবকিছুর সঙ্গী আমাদের এই ফোন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একটি স্মার্ট ফোন চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? এই হিসাবই আজ আমরা জানাবো।
সাধারণত বেশিরভাগ ফোনেই ৫০০০mah ব্যাটারি থাকে। আর হিসাব বলছে, ৫০০০mah ব্যাটারির ফোন প্রতিদিন একবার ০% থেকে ১০০% চার্জ করতে হয়। আর এই চার্জ হওয়ার জন্য বেশিরভাগ ফোন ৫ ভোল্টের চার্জার ব্যবহার করে।
হিসাব বলছে, একটি মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে মোটামুটি ৭৫০ ওয়াট প্রতি ঘন্টা বিদ্যুৎ খরচ হয়। এটি ০.৭৫ কিলোওয়াট প্রতি ঘন্টা আবার ০.৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের সমান।
বর্তমানে বিভিন্ন রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৭ থেকে ৮ টাকা। তাই সেই হিসাব করলে প্রতিদিন মোবাইল চার্জ দিতে ৫.৬৮ টাকা করে খরচ হয় বা তার সামান্য বেশিও খরচ হতে পারে। আর মাসে খরচ দাঁড়াচ্ছে প্রায় ১৭০ থেকে ১৮০ টাকা।
প্রথমে এমনটা শুনে অনেকেই অবাক হতে পারে যে, “এত বিদ্যুৎ খরচ!” তবে মাসিক বিলের দিক থেকে বিচার করলে এটি খুবই সামান্য পরিমাণ। কারণ একটি এলইডি বাল্ব কিংবা ফ্যানের চেয়ে মোবাইল চার্জে বিদ্যুতের খরচ অনেকটাই কম।
যদি আপনি বিদ্যুৎ বাঁচাতে চান, তাহলে কয়েকটি সহজ উপায় মেনেই আপনি বিল কমাতে পারেন। প্রথমত, অনেকেই ফোন ১০০% চার্জ হওয়ার পর চার্জারে লাগিয়ে রাখেন, যা অপ্রয়োজনে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেয়। তাই চার্জ হয়ে গেলে অবশ্যই চার্জার থেকে ফোনটিকে খুলে ফেলুন। দ্বিতীয়ত, ফার্স্ট চার্জিং প্রযুক্তি দ্রুত ব্যাটারি চার্জ করলেও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে। তাই ফার্স্ট চার্জিং কম ব্যবহার করুন।
এছাড়া নকল বা কম দামের চার্জার এড়িয়ে চলুন। কারণ সস্তায় বাজারে অনেক ডুপ্লিকেট চার্জার পাওয়া যায়। যেগুলি অনেক বেশি শক্তি গ্রহণ করে এবং ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই এখন থেকে মোবাইল চার্জ নিয়ে দুশ্চিন্তা না করে বরং বিদ্যুতের অপচয় কীভাবে রোধ করা যায়, সেই নিয়ে চিন্তা করুন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামশেদপুর এফসির বিরুদ্ধে প্লে অফের আগেই বিরাট ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়েন্ট…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন যেন অস্বস্তি বেড়েই চলেছে। কমতেই চাইছে না চৈত্রের গরম…
১ এপ্রিল থেকে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম (UPI New Rules) লাগু হয়েছে। এই নয়া…
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ থেকে শুরু হল এপ্রিলের যাত্রা। আগের মাসে হোলি এবং ইদের আনন্দে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাগে পেয়ে মরসুমের প্রথম জয়…
ঘিবলি স্টুডিও স্টাইলে ছবি (Ghibli Studio Style Image) বানানোর জন্য চ্যাটজিপিটিতে উপচে পড়ছে মানুষের ভিড়।…
This website uses cookies.