একটি ২০ টাকার নোট আপনাকে দিতে পারে ৪ লাখ টাকা, রাতারাতি হবেন লাখপতি
মাত্র একটি ২০ টাকার নোটের মূল্য নাকি ৪ লাখ টাকা! বিশ্বাস হচ্ছে না? কিন্তু অবাক হলেও সত্যি। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর দাবি ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। কিন্তু কীভাবে একটি সাধারণ নোটের মূল্য এত টাকা হতে পারে? আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি আজকের এই প্রতিবেদনে।
এখনো বিশ্বজুড়ে অনেক মানুষ রয়েছেন, যারা পুরনো এবং বিরল নোট ও কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন। এই সংগ্রাহকদের কাছে কিছু কিছু নির্দিষ্ট নোটের মূল্য অনেকটাই বেশি। বিশেষ করে যদি কোন নোটে নির্দিষ্ট সংখ্যা বা বিশেষ কোনো ডিজাইন থাকে, তাহলে সেই নোটের বাজারদর আরো বেড়ে যায়।
সংগ্রাহকদের মতে, যদি ২০ টাকার একটি বিশেষ নোটে ‘৭৮৬’ নাম্বারটি উল্লেখ করা থাকে, তাহলে সেই নোটের দাম ৪ লক্ষ টাকা পৌঁছাতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বিশেষ করে এই সংখ্যাটি যদি নোটের সামনের দিকে লেখা থাকে এবং সেটির রং গোলাপি হয় তাহলে সেটির বাজারদর আরো বেড়ে যেতে পারে।
অনেক সংস্কৃতিতে ৭৮৬ সংখ্যাটিকে অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত ইসলাম ধর্মে এই সংখ্যাটিকে আল্লাহর বিশেষ আশীর্বাদ বলে মনে করা হয়। ফলে অনেক ধর্মপ্রাণ ব্যক্তি ৭৮৬ সংযুক্ত নোট সংগ্রহ করতে আগ্রহী হন। আর সেই কারণেই এই নোটের মূল্য এত বেশি।
আপনার কাছে যদি এরকম ৭৮৬ নাম্বার যুক্ত গোলাপি ২০ টাকার নোট থাকে, তাহলে আপনি সেই নোট অনলাইনে বিক্রি করে ৪ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। এই নোট বিক্রি করার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যেমন- eBay, CoinBazzar, OLX, Quickr ইত্যাদি।
এই ওয়েবসাইটগুলিতে আপনি সহজেই আপনার নোটের ছবি আপলোড করে বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন। আগ্রহী ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত টাকা প্রদান করে আপনার নোটটি নিয়ে নেবে।
একটি সাধারণ ২০ টাকার নোটই আপনাকে রাতারাতি লাখপতি করে তুলতে পারে, যদি সেটি সত্যিই বিরল হয়। তবে নোট বিক্রি করার আগে যথাযথ যাচাই-বাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। আপনার কাছে যদি এমন কোন ৭৮৬ নাম্বার যুক্ত বিরল নোট থেকে থাকে, তাহলে আজই অনলাইনে বিক্রি করার চেষ্টা করে দেখতে পারেন।
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
This website uses cookies.