একদম ফ্রিতে মিলছে একমাস আনলিমিটেড কলিং ও ডেটা! জিওর অফারে ঘুম উড়লো সবার
ভারতের টেলিকম দুনিয়ায় এবার ঝড় তুলতে তুলেছে মুকেশ আম্বানির জিও। তারা গ্রাহকদের জন্য এবার এমন একটি অফার (Jio Offer) নিয়ে এসেছে, যা শুনলে চোখ কপালে উঠবে। মাত্র একবার রিচার্জ করলেই মিলবে ৩০ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং এর সুবিধা। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন।
এই অফারে একটানা এক মাস বিনা খরচে ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড কলিং সবই পাবেন। কিন্তু কীভাবে পাবেন এই অফারের সুবিধা? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আসলে Jio Fiber এবং Jio AirFiber-এর যে সমস্ত গ্রাহক বার্ষিক অর্থাৎ ১২ মাসের জন্য রিচার্জ করেন, তারা অতিরিক্ত ৩০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং এর সুবিধা পাবেন। আর এই অফার শুধুমাত্র বার্ষিক রিচার্জের জন্যই প্রযোজ্য হবে। মাসিক রিচার্জ করা গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন না।
Jio Fiber এবং Jio AirFiber দুটি পরিষেবার মধ্যেই বিভিন্ন গতির প্ল্যান রয়েছে। আপনি আপনার প্রয়োজন মত একটি প্ল্যান বেছে নিতে পারেন। প্ল্যানগুলি হল-
এই প্ল্যানগুলির মধ্যে আপনি যেকোন একটি প্ল্যান রিচার্জ করলেই এক মাস একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, ১২ মাসের জন্য রিচার্জ করতে হবে।
Jio AirFiber এর বার্ষিক প্ল্যানের রেঞ্জ মূলত ৩০ Mbps এর জন্য ৭১৮৮ টাকা এবং ১ Gbps এর জন্য ৪৭,৯৮৮ টাকা। তবে মাসিক প্ল্যানের এর দাম খুবই সীমিত। যারা ৩০ Mbps প্ল্যান ব্যবহার করেন তাদেরকে ৫৯৯ টাকা রিচার্জ করতে হবে এবং যারা ১ Gbps প্ল্যান ব্যবহার করবেন তাদেরকে ৩৯৯৯ টাকা রিচার্জ করতে হবে। তবে মনে রাখবেন, এই প্ল্যান রিচার্জ করার সময় ১৮% অতিরিক্ত জিএসটি প্রদান করতে হবে।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, Jio Fiber এবং Jio AirFiber, দুই ধরনের ব্যবহারকারীরা এই অফারের সুবিধা পাবেন। এমনকি এই অফার প্রিপেইড গ্রাহক বা পোস্টপেইড গ্রাহক, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে অবশ্যই ১২ মাসের প্ল্যান কিনতে হবে।
দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে। আর এরই মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন গ্রাহক আনতে জিও এই আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এর ফলে গ্রাহকরা যেমন একদিকে সাশ্রয়ী মূল্যে পরিষেবা পাবেন, তেমনই সংস্থাটি তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে পারবে। তাই এখনই নিজের প্রয়োজন অনুযায়ী যেকোন একটি প্ল্যান বেছে নিন এবং উপভোগ করুন ৩০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ইন্টারনেট ও কলিং পরিষেবা।
প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে (Murshidabad Waqf Violence) একেবারে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়েছে।…
সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে এমন খুব মানুষই বাকি আছেন যার পিএফ (PF) অ্যাকাউন্ট নেই।…
প্রীতি পোদ্দার, মুম্বই: দেশ তথা গোটা রাজ্যের উন্নতি ঠিক তখনই সম্ভব যখন সেই রাজ্য অথবা…
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে…
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
This website uses cookies.