8th Pay Commission: ভালো কাজ করলে বাড়বে বেতন, নাহলে! ৮ম পে কমিশনে সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম? | If You Do Good Work, Your Salary Will Increase.
এই মুহূর্তে অফিস বলুন বা ক্যান্টিন, সব জায়গায় একটাই আলোচনা। তা হল অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কবে আসবে? আর কবেই বা বেতন বাড়বে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে এখন কিছুটা চাপা হাসি আসছে। কারণ, একদিকে যেমন ডিএ ২% বেড়েছে, তেমনই আরেক দিকে শোনা যাচ্ছে যে, একধাক্কায় ১৪ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে।
যদি কারো মাসিক বেতন এখন ১ লক্ষ টাকা হয়, তাহলে অষ্টম বেতন কমিশনের পর সেটা বাড়তে পারে ১৪ থেকে ১৯ শতাংশ পর্যন্ত। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। মানে আপনি যদি এখন ৮৫ হাজার টাকা পান, তাহলে নতুন বেতন কমিশনে সেটা হতে পারে ১ লক্ষ টাকার কাছাকাছি।
একাধিক সুত্র দাবি করছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। আর এই সুপারিশ কার্যকর হতে হতে ২০২৬ বা ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। যদিও দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সরকার যদি এবার ১.৭৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করে, তাহলে গড় বেতন বৃদ্ধি পাবে প্রায় ১৪,৬০০ টাকা। আর যদি বরাদ্দ বেড়ে ২ লক্ষ কোটি টাকা করা হয়, তাহলে মাসিক বেতন ১৬,৭০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এমনকি বাজেট যদি ২.২৫ লক্ষ কোটিতে পৌছায়, তাহলে কর্মীদের বেতন বাড়বে ১৮,৮০০ টাকারও বেশি।
এই নতুন বেতন কমিশনের সুফল পাবেন শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয়। বরং ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষের বেশি পেনশনভোগীরা। অর্থাৎ প্রায় ১ কোটির বেশি মানুষের জীবনে নতুন আশার আলো আসতে চলেছে।
সপ্তম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকার ব্যয় করেছিল প্রায় ১.০২ লক্ষ কোটি টাকা। কিন্তু এবার বাজেটের অংকে তা অনেক বেশি হতে পারে। তবে শুধু বাজেট নয়। এই পরিবর্তনের সঙ্গে জড়িয়ে থাকছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ।
যদিও সবকিছু এখনো কাগজে-কলমে অনুমান করা হয়নি। তবে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাসি ফোটানোর জন্যই বড়সড় ঘোষণা আসছে।
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে…
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
This website uses cookies.