লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একধাক্কায় ৪৪ টাকা কমল LPG সিলিন্ডারের দাম

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিমাসের পয়লা তারিখেই সেই মাসের গ্যাসের দাম প্রকাশ্যে আনা হয়। বিগত কয়েক মাস জাবোটিক এক নাগাড়ে বেড়েছিল রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম। তাই অনেকেই আশা করে রয়েছেন এমাসে হয়তো কিছুটা রেহাই পাওয়া যাবে। আজ অর্থাৎ ১ লা এপ্রিল প্রকাশ্যে এল নতুন গ্যাসের দাম। বাড়ল নাকি কমল? চলুন দেখে নেওয়া যাক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

১ লা এপ্রিল থেকে কমল গ্যাসের দাম । LPG Gas Price Reduced

সম্প্রতি LPG গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের এপ্রিল মাসের দাম প্রকাশ করেছে। তা থেকেই দেখা যাচ্ছে, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কিছুটা কমানো হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। এর আগে গতমাসে ৫ টাকা বেড়েছিল দাম, তবে এবার একধাক্কায় অনেকটাই সস্তা হল সিলিন্ডার।

READ MORE:  Petrol Diesel Price: মাসের শুরুতেই ধাক্কা, গ্যাসের পর বাড়ল জ্বালানির দাম! জারি পেট্রোল ডিজেলের নয়া রেট | Petrol And Diesel Fuel New Price

মূলত বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে বা হোটেলের অনেকটাই সুরাহা হল। মার্চে যেখানে একটি সিলিন্ডারের জন্য ১,৯১৩ টাকা খরচ করতে হত, সেটাই এবার থেকে ১,৮৬৮.৫০ টাকা লাগবে। অর্থাৎ ৪৪ টাকা কমেছে দাম। ভাবছেন বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম তাহলে কত হল? এটার ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এপ্রিল মাসেও বাড়ির ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮২৯ টাকাই থাকছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এক ধাক্কায় অনেকটাই কমল ব্যবসায়িক সিলিন্ডারের দাম

আসলে ঘরোয়া রান্না ছাড়াও হোটেলে, মিষ্টির দোকান ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের ব্যবহার করা হয়। এক্ষেত্রে দাম বাড়লেই সেটা সোজাসুজি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলে। কারণ, সেক্ষেত্রে বাজারে খাবারের দামও বেড়ে যায়। তবে এবার দাম অনেকেই কমে যাওয়ায় হোটেল মালিক থেকে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলেন মনে করা হচ্ছে।

READ MORE:  LPG Price Hike: মাসের শুরুতেই জোর ঝটকা, ফের বাড়ল LPG সিলিন্ডারের দাম! দেখুন নতুন রেট | Liquefied Petroleum Gas Cylinder Price Hike

আপনার শহরে কত হল LPG সিলিন্ডারের দাম?

  • আপনি যদি কলকাতার বাসিন্দা হন তাহলে ১৯ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১,৮৬৮.৫০ টাকা। আর ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডার ৮২৯ টাকা দাম পড়বে।
  • আপনি যদি চেন্নাইতে ১৯ কেজির সিলিন্ডার কিনতে চান তাহলে ১৯২১.৫০ টাকা লাগবে। এছাড়া ঘরোয়া রান্নার সিলিন্ডার ৮১৮.৫০ টাকা দাম পড়বে।
  • মুম্বাইতে ১৯ কেজির ব্যবসায়িক সিলিন্ডার ১৭১৩.৫০ টাকা দাম পড়বে। আর ঘরোয়া সিলিন্ডার ৮০২.৫০ টাকা দাম পড়বে।
READ MORE:  গ্যাস সিলিন্ডারের গায়ে A-26, B-27 লেখা থাকলে‌ সাবধান হন! এর মানে কিন্তু মারাত্মক
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.