শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের বৈদ্যুতিক স্কুটারের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে Ultraviolette Tesseract। বুকিং শুরু হয়ে ১৪ দিন পূর্ণ না হতেই ৫০ হাজার ক্রেতা কেনার ইচ্ছা প্রকাশ করলেন। কিছুদিন আগেই বাজারে এই স্কুটার লঞ্চ করে তাক লাগিয়ে দেয় আলট্রাভায়োলেট। অত্যাধুনিক প্রযুক্তি তো বটেই, দামেও নজর কাড়ে এই দু’চাকা। শুরুর দাম হিসেবে ১.২০ লাখ টাকা রাখা হয় Tesseract এর এক্স-শোরুম প্রাইস।
দু’সপ্তাহের মধ্যে ৫০ হাজার বুকিং সংগ্রহ করেছে এই স্কুটার। কোম্পানি জানিয়েছে, ইন্ট্রোডাক্টরি অফার শেষ হলে, স্কুটির দাম বেড়ে হবে ১.৪৫ লাখ টাকা। কোম্পানির দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে ২০ হাজার বুকিং পায় তারা। যা বর্তমানে ৫০ হাজার অতিক্রম করেছে, ১৪ দিনের মধ্যে। Ultraviolette Tesseract বৈদ্যুতিক স্কুটারের বুকিং করার টোকেন মূল্য রাখা হয়েছে ৯৯৯ টাকা। ডেলিভারি শুরু হবে ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে।
Tesseract হল কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্কুটার যাতে একাধিক প্রযুক্তি এবং বৈশিষ্ট্য-সহ একটি ভবিষ্যতের ডিজাইন রয়েছে। ই-স্কুটারটিতে একটি ২০.১ হর্সপাওয়ার শক্তি উৎপাদনকারী বৈদ্যুতিক মোটর রয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জে ২৬১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে।
এটি তিনটি ব্যাটারি বিকল্পের সাথে পাওয়া যাবে – ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ার। এই স্কুটারে রয়েছে ভারতের প্রথম ডুয়াল রাডার সিস্টেম। সামনের এবং পিছনে রয়েছে ক্যামেরা যা ব্লাইন্ড স্পট শনাক্তকরণ, ওভারটেক এলার্ট এবং সংঘর্ষ সতর্কতার মতো উন্নত সুরক্ষা ফাংশনগুলি নিশ্চিত করে।
অন্যান্য ফিচার্স রয়েছে LED লাইটিং, TFT টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, এআই সাপোর্ট, ডুয়াল চ্যানেল ABS, ৩৪ লিটার স্টোরেজ, ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, নেভিগেশন, পার্ক অ্যাসিস্ট, ডিস্ক ব্রেক, কি-লেস স্টার্ট ইত্যাদি।