লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একবার টাকা জমা দিন, সারাজীবন পেনশন পান! LIC নিয়ে আসলো এবার সেরা প্ল্যান

Published on:

দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এবার নতুন একটি পেনশন স্কিম চালু করেছে, যার নাম স্মার্ট পেনশন প্ল্যান। এই স্কিমের বৈশিষ্ট্য হল, এখানে এককালীন প্রিমিয়াম প্রদান করলে আপনি আজীবন পেনশন পাবেন।

অর্থ মন্ত্রক সচিব শ্রী এম. নাগারাজু এবং অন্যান্য বিশিষ্ট সভাকর্মীদের উপস্থিতিতে এই স্কিমটি চালু করেছে LIC। যারা অবসরের পর আর্থিক নিরাপত্তা চান তাদের জন্য এটি হতে পারে দারুন একটি বিকল্প।

LIC স্মার্ট পেনশন প্ল্যানের মূল বৈশিষ্ট্য

LIC স্মার্ট প্ল্যানের মূল বৈশিষ্ট্যগুলি হল-

  • এখানে আপনি একবার নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলেই আজীবন পেনশন পাবেন। 
  • 18 বছর থেকে সর্বোচ্চ 100 বছর বয়সী ব্যক্তিরা LIC-এর এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
  • একক জীবন বা যৌথ জীবন, যেকোনো একটি পেনশন প্ল্যান আপনি বেছে নিতে পারবেন। 
  • সব থেকে বলে রাখা ভালো, LIC-এর বিদ্যমান গ্রাহক এবং তাদের নমিনিরাও অতিরিক্ত অ্যানুইটির হার পাবেন।
  • এই প্ল্যানে আংশিক বা সম্পূর্ণরূপে টাকা তোলার বিকল্প রয়েছে। 
  • এই প্ল্যানটি কেনার জন্য কোন জায়গায় যেতে হবে না। LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনের মাধ্যমে প্ল্যানটি কেনা যাবে।
READ MORE:  SBI Har Ghar Lakhpati Scheme: বাজার কাঁপাচ্ছে SBI-র এই স্কিম, তরুণ থেকে বয়স্ক সকলেই করছেন বিনিয়োগ | State Bank Of India Lakhpati Scheme

স্মার্ট পেনশন প্ল্যানের প্রধান সুবিধা

LIC-এর স্মার্ট পেনশন প্ল্যানের প্রধান সুবিধাগুলি হল-

  • এখানে ন্যূনতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেই সুবিধা পাওয়া যাবে।
  • বেশি পরিমাণে টাকা বিনিয়োগ করলে আরো ভালো রিটার্ন পাওয়া যাবে। 
  • মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষি যেকোন উপায়ে আপনি পেনশন গ্রহণ করতে পারবেন।
  • পলিসি নেওয়ার ৩ মাস পর থেকেই এই লোন পাওয়ার সুযোগ থাকবে। 
  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই পেনশন স্কিমে বিশেষ সুবিধা দেওয়া হবে। 
  • এছাড়া জাতীয় পেনশন স্কিমের (NPS) সদস্যরাও এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন।
READ MORE:  ৩১ মার্চ শেষ সুযোগ, SBI-র ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে ঘরে আনুন ৪০,০০০ টাকা

কোথায় পাওয়া যাবে এই প্ল্যান?

LIC-এর এই প্ল্যানটি সরাসরি LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। যদি অনলাইনে অসুবিধা হয়, তাহলে কোন এলআইসির এজেন্ট বা POSP-LI বা পাবলিক সার্ভিস সেন্টারের মাধ্যমেও এই প্ল্যানটি কিনতে পারবেন।

তাই যারা অবসরের পর নিরবিচ্ছিন্ন পেনশন পেতে চান এবং দীর্ঘ মেয়াদের জন্যে নিরাপদে বিনিয়োগ করতে চান তাদের জন্য LIC স্মার্ট পেনশন প্ল্যান হতে পারে দারুন একটি বিকল্প। এককালীন প্রিমিয়াম প্রদান করলেই আজীবন এই প্ল্যান থেকে অর্থ পাওয়ার সুযোগ থাকবে। তাই দেরি না করে আজই এই প্ল্যানে বিনিয়োগ করুন।

READ MORE:  চিন্তা ছাড়া ১ বছর চালু থাকবে সিম, সাশ্রয়ী মূল্যের সেরা প্ল্যান নিয়ে এল Airtel
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.