লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একবার নয়, বছরে দুবার মিলবে এই ভাতা! এইসব কর্মীদের জন্যে সোনায় সোহাগা

Published on:

বাংলা নববর্ষের ঠিক আগেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর নিয়ে আসলো। এবার এমন একটি ঘোষণা করল, যা শুনে উচ্ছ্বাসিত গোটা সরকারি মহল। এবার থেকে এক নয়, বরং বছরের দুই বার করে দেওয়া হবে ইউনিফর্ম ভাতা (Uniform Allowance)। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী কর্মীরা পাবেন ২০ হাজার টাকার বেশি, যা সরাসরি ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

নতুন নিয়মে কী কী বদল আসলো?

২৪শে মার্চ, ২০২৫-এ সরকার একটি নতুন সার্কুলার জারি করেছিল। আর এই সার্কুলারে বলা হয়েছে, ইউনিফর্ম ভাতা এখন থেকে বার্ষিকভাবে নয়, বরং বছরে দুইবার করে দেওয়া হবে এবং এই ভাতা এবার প্রো-রাটা ভিত্তিতেই দেওয়া হবে। অর্থাৎ, কেউ যদি বছরের মাঝপথে কাজে যোগ দেন, তাহলে তিনি চাকরির মেয়াদ অনুযায়ী ভাতা পাবেন।

READ MORE:  সাইবার অপরাধীরা আপনার নামে সিম তুলে প্রতারণা করছে! কীভাবে সুরক্ষিত থাকবেন?

ভাতা গণনার নিয়ম কীভাবে হবে?

সরকার এই ভাতা গণনার জন্য একটি সূত্র নির্ধারণ করে দিয়েছে। সেই সূত্রটি হল, (বার্ষিক ইউনিফর্ম ভাতা ÷ ১২) × (যোগদানের মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত মোট মেয়াদ) 

উদাহরণস্বরূপ, যদি কেউ আগস্ট মাসে কাজে যোগদান করেন এবং তার বার্ষিক ভাতা যদি ২০ হাজার টাকা ধরা হয়, তাহলে তার প্রাপ্য ভাতা হবে = (২০,০০০ ÷ ১২) × ১১ = ১৮,৩৩৩ টাকা।

READ MORE:  RBI Internship: কপাল খুলবে বেকারদের! ২০,০০০ বেতন সহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে RBI, কীভাবে আবেদন? | RBI Internship 2025

কারা কারা এই সুবিধা পাবেন?

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভাতা মূলত দেওয়া হয় সেই সমস্ত কর্মীদের, যাদের ইউনিফর্ম পড়ে কাজ করতে হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র সেনাবাহিনী, উপকূল রক্ষা বাহিনী এবং অন্যান্য ইউনিফর্ম পড়া কেন্দ্রীয় সংস্থা। 

শুধুমাত্র পোশাকের জন্য নয়, বরং সঙ্গে থাকছে জুতোর জন্য আলাদা ভাতা, কিট রক্ষণাবেক্ষণ ভাতা এবং প্রাথমিক সরঞ্জামের ভাতা।

READ MORE:  Business Idea: ৫ থেকে ১০ হাজারে শুরু হওয়া ব্যবসা, একবার বিনিয়োগে মাসে ৫০ হাজার হবে আয় | Business Idea you can Start within 10000 and earn up to Rs 50000 every month

৭ বছর পর বড়সড় পরিবর্তন

এই সিদ্ধান্তের ফলে প্রায় ৭ বছর পর ভাতা ব্যবস্থায় প্রো-রাটা পদ্ধতি চালু করা হল। আর এর ফলে পরিষ্কার এবং স্বচ্ছ হবে ভাতার বন্টন প্রক্রিয়া। সরকার মনে করছে, এতে নতুন কর্মীরা বঞ্চিত হতে হবে না, বরং যারা কম সময় কাজ করছেন তাদের ক্ষেত্রে ব্যালেন্স করে ভাতে দেওয়া হবে। 

এক কথায় নববর্ষের আগে এই সিদ্ধান্ত যেন সরকারি কর্মীদের জন্য বিরাট উপহার নিয়ে আসলো। ইউনিফর্ম পরা এই সমস্ত কর্মীদের জন্য বছরে দুইবার ভাতা মানে আর্থিকভাবে অনেকটাই স্বস্তি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.