একবার ভালো না হলে বসতে পারবে দ্বিতীয়বার! বছরে ২ বার মাধ্যমিক স্তরের পরীক্ষা CBSE বোর্ডে

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েকদিন পরেই ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। এটাই শেষবার বার্ষিক নিয়মে পরীক্ষা, আগামী ২০২৬ সাল থেকেই সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। আর এই আবহে এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বদলে যাচ্ছে CBSE দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি (CBSE Board Exam)। সেক্ষেত্রে এবার থেকে বছরে একবার নয়, জাতীয় শিক্ষা নীতির নয়া সুপারিশ মেনে বছরে দু’বার এখন পরীক্ষা নেওয়া হবে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। আর সম্প্রতি এই নয়া ব্যবস্থা সংক্রান্ত একটি খসড়া প্রকাশ করল CBSE।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বছরে হবে দু’বার পরীক্ষা!

আসলে CBSE-র এই নতুন প্রস্তাব সম্পূর্ণ নেওয়া হয়েছে পড়ুয়াদের কথা মাথায় রেখেই। আসলে CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীতে অনেকেই পরীক্ষায় আশানুরূপ ভালো ফল করতে পারে না, তাই সেক্ষেত্রে নতুন নিয়ম করা হল। তাঁদের মতে ফেব্রুয়ারি ও মে মাসে বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা একটি বিষয়ে সেরা নম্বর স্কোর করার সুযোগ পাবেন। যদি প্রথমবার পরীক্ষায় আশানুরূপ ফল না হয়, তাহলে দ্বিতীয়বার সেই বিষয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসা যাবে।

READ MORE:  Maha Kumbh Free Stay: থাকা, খাওয়ার লাগবে না এক টাকাও! দেখে নিন মহাকুম্ভে বিনামূল্যের আশ্রয়স্থলগুলি কোথায় | Places to Stay for Free at Maha Kumbh 2025

খসড়াতে জানানো যাবে মতামত

আবার কোনও পরীক্ষার্থী যদি প্রথম পরীক্ষার পর রেজাল্ট দেখে সন্তুষ্ট থাকেন, তবে সেই পরীক্ষার্থীর দ্বিতীয় পরীক্ষায় বসার প্রয়োজন নেই। অর্থাৎ, চাইলে দ্বিতীয় পরীক্ষার জন্য ‘অপ্ট-আউট’ করার সুযোগও থাকছে। তবে প্রথম পরীক্ষার পরই হাতে মার্কশিট পাওয়া যাবে না। ডিজি লকার থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে পরবর্তী শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে। এবং চূড়ান্ত রেজাল্ট দ্বিতীয় পরীক্ষার পর প্রকাশিত হবে। তাই CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষা প্যাটার্ন নিয়ে CBSE-র ওয়েবসাইটে প্রকাশিত খসড়া নিয়ে সমস্ত স্টেকহোল্ডাররা আগামী ৯ মার্চের মধ্যে তাঁদের মতামত জানানোর অনুরোধ করা হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

খসড়া মতামতা জানাতে পারবেন অভিভাবক, শিক্ষক-সহ সংশ্লিষ্ট সকলেই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই খসড়া প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে ২০২৩ এ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, ২০২০ সালের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পঠনপাঠন ও পরীক্ষা ব্যবস্থায় নতুন নিয়মকানুন লাগু হবে। এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে।

READ MORE:  Indian Merchant Navy Recruitment 2025: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন অনলাইনে আবেদনের পদ্ধতি | Indian Navi Recruitment 2025 Eligibility and Application Process
Scroll to Top