একবার রিচার্জ করলেই ২০০ দিন নিশ্চিন্ত! সাথে মিলবে একগুচ্ছ সুবিধা, Jio এর সেরা এই প্ল্যান
ভারতের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে Jio গ্রাহক সবথেকে বেশি। দেশের ৪৬ কোটির বেশি মানুষ এখন জিওর সিম ব্যবহার করে। এবার এই বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য জিও নিয়ে আসলো দারুণ এক অফার। এবার থেকে ২০০ দিন পর্যন্ত মোবাইলে রিচার্জের আর কোনো রকম টেনশন নিতে হবে না। অর্থাৎ, একবার রিচার্জ করলেই ২০০ দিন সম্পূর্ণ নিশ্চিন্তে ফ্রি কলিং, 5G ডেটা এবং অন্যান্য সুবিধা মিলবে।
আসলে রিলায়েন্স জিও সম্প্রতি ২০০ দিনের ভ্যালিডিটিসহ একটি সস্তার প্ল্যান চালু করেছে। অথচ প্ল্যানটি খুবই পাওয়ারফুল। যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্ল্যানটি একদম পারফেক্ট। এই প্ল্যানটির মূল্য হচ্ছে মাত্র ২০২৫ টাকা। এই প্ল্যানে যে সুবিধাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি হল-
আপনি যদি দিনে বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও স্ট্রিমিং দেখেন বা গেম খেলেন, তাহলে এই প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে আপনি প্রতিদিন ২.৫ জিবি হাই স্পিড 5G ডেটা পাবেন। পাশাপাশি সারাদিন আনলিমিটেড 5G ডেটার সুবিধা মিলবে। এখানেই শেষ নয়। ইউটিউব, Netflix, Instagram স্ক্রলিং বা অনলাইন ক্লাসের জন্য এটি হতে পারে সেরা অপশন।
জিও এই প্ল্যানটির মাধ্যমে শুধুমাত্র কলিং বা ডেটার সুবিধা দিচ্ছে না। বরং তিন মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে, যা আইপিএলের মরসুমে সেরা বিনোদন জোগাবে। এর পাশাপাশি ৫০জিবি AI ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফ্রি জিও টিভি সাবস্ক্রিপশন মিলবে।
যারা এই প্ল্যানটি রিচার্জ করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, জিওর এই অফারটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ। তাই দেরি না করে এখনই ২০২৫ টাকা দিয়ে একবার রিচার্জ করে ফেলুন আর ২০০ দিন সম্পূর্ণ নিশ্চিন্তে উপভোগ করুন সব আনলিমিটেড সুবিধা।
প্রীতি পোদ্দার, কলকাতা: যে হারে সড়ক দুর্ঘটনার পরিমাণ অহরহ বাড়ছে, তার রাশ টানতে প্রায় সময়েই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স হয়েছে আন্দ্রে রাসেলের। শরীরে বার্ধক্যের ছাপও খানিকটা পরিষ্কার। তবে দৈহিক কসরত…
ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে এবার তীর্থভ্রমণ করতে আর খরচের চিন্তা নেই। ট্রেনে চেপে গোটা দেশ…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজার দিনের পর দিন লাফিয়ে বাড়ছে। নবরাত্রির চতুর্থ দিনে ২৪ ক্যারেট…
iQOO Z10 ভারতে ১০ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা বিশাল ৭,৩০০ এমএএইচ…
রামনবমীর আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন (Nabanna) থেকে পুলিশ কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা…
This website uses cookies.