রিলায়েন্স জিও (Reliance Jio) আবারো তাদের গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো। এবার মাত্র একবার রিচার্জ করলেই মিলবে ১ বছর ফ্রি কলিং এবং ইন্টারনেটের সুবিধা, তাও কিনা আনলিমিটেড 5G ইন্টারনেট। আসলে বর্তমান সময়ে প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে করতে অনেক গ্রাহকে ক্লান্ত হয়ে পড়েছে।
তারপর যেন মরার উপর খাঁড়ার ঘা। প্রতিমাসে মোবাইল রিচার্জের খরচ ক্রমাগত বেড়েই চলেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জিও এবার ১ বছরের জন্য একটি এমন প্ল্যান চালু করল, যেখানে একবার রিচার্জ করলেই গ্রাহকরা পুরো ১ বছর নিশ্চিন্তে থাকতে পারবে।
রিলায়েন্স জিওর নতুন বার্ষিক প্ল্যান
রিলায়েন্স জিওর নতুন এই প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল-
- দৈনিক ২.৫জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ৯১২.৫জিবি ইন্টারনেট পাওয়া যাবে।
- 5G আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা মিলবে।
- প্রতিদিন ফ্রি কলিং এবং ১০০টি করে SMS এর সুবিধা মিলবে।
- ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন মিলবে। তবে শুধুমাত্র মোবাইল ডিভাইসেই দেখা যাবে।
- পাশাপাশি ৫০জিবি Jio Cloud স্টোরেজ দেওয়া হবে।
কেন এই প্ল্যানটি লাভজনক?
যারা প্রতি মাসে ৩৯৯ টাকা করে রিচার্জ করেন, তাদের জন্য এটি একটি দারুণ সাশ্রয়ী প্ল্যান। কারণ পুরো বছরে আলাদা করে রিচার্জ করলে যেখানে খরচ পড়বে ৪৭৮৮ টাকা, সেখানে এই নতুন প্ল্যানে প্রায় ৪০০ টাকা খরচ কম হবে। অর্থাৎ, এক বছর পুরো নির্ঝঞ্ঝাট মোবাইল ফোন ইউজ করা যাবে।
আইপিএল ২০২৫ ফ্রীতে উপভোগ করুন
বর্তমানে আইপিএলের মরসুম চলছে। বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ এই আইপিএল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। আর এই অফারের সবথেকে বড় চমক হল বিনামূল্যে আইপিএল ২০২৫ এর লাইভ স্ট্রিমিং।
কারণ জিও গ্রাহকরা ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাবে এই প্ল্যানের মাধ্যমে, যেখানে তারা 4K রেজোলিউশনে আইপিএলের প্রতিটি ম্যাচ ফ্রিতে উপভোগ করতে পারবে। তবে বলে রাখি, এটি শুধুমাত্র মোবাইলের জন্যই প্রযোজ্য। ল্যাপটপ বা টিভিতে এই সুবিধা মিলবে না।
কেন জিও এই অফার নিয়ে আসলো?
গত কয়েক বছর ধরে ভারতের বাজারে BSNL এর মতো টেলিকম সংস্থাগুলি প্রতিযোগিতায় ফেলেছে জিওকে। বিশেষ করে যখন BSNL প্ল্যানের দাম বাড়ায়নি, তখন জিওর অনেক গ্রাহক BSNL-এ পোর্ট করিয়ে নেন। জিওর এই নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান মূলত গ্রাহকদের ধরে রাখার একটি কৌশল, যাতে তারা একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্তে থাকতে পারে।
তাই যদি আপনি মোবাইল রিচার্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে জিওর এই ১ বছরের প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প, যেখানে ফ্রি কল, আনলিমিটেড ইন্টারনেট, 5G ডেটার সুবিধা এবং বিনামূল্যে আইপিএল ২০২৫ দেখার সুযোগ মিলছে।