একবার রিচার্জ করে ১ বছর নিশ্চিন্তে থাকুন! মিলবে আনলিমিটেড সব সুবিধা, সাথে IPL 2025
রিলায়েন্স জিও (Reliance Jio) আবারো তাদের গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো। এবার মাত্র একবার রিচার্জ করলেই মিলবে ১ বছর ফ্রি কলিং এবং ইন্টারনেটের সুবিধা, তাও কিনা আনলিমিটেড 5G ইন্টারনেট। আসলে বর্তমান সময়ে প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে করতে অনেক গ্রাহকে ক্লান্ত হয়ে পড়েছে।
তারপর যেন মরার উপর খাঁড়ার ঘা। প্রতিমাসে মোবাইল রিচার্জের খরচ ক্রমাগত বেড়েই চলেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জিও এবার ১ বছরের জন্য একটি এমন প্ল্যান চালু করল, যেখানে একবার রিচার্জ করলেই গ্রাহকরা পুরো ১ বছর নিশ্চিন্তে থাকতে পারবে।
রিলায়েন্স জিওর নতুন এই প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল-
যারা প্রতি মাসে ৩৯৯ টাকা করে রিচার্জ করেন, তাদের জন্য এটি একটি দারুণ সাশ্রয়ী প্ল্যান। কারণ পুরো বছরে আলাদা করে রিচার্জ করলে যেখানে খরচ পড়বে ৪৭৮৮ টাকা, সেখানে এই নতুন প্ল্যানে প্রায় ৪০০ টাকা খরচ কম হবে। অর্থাৎ, এক বছর পুরো নির্ঝঞ্ঝাট মোবাইল ফোন ইউজ করা যাবে।
বর্তমানে আইপিএলের মরসুম চলছে। বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ এই আইপিএল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। আর এই অফারের সবথেকে বড় চমক হল বিনামূল্যে আইপিএল ২০২৫ এর লাইভ স্ট্রিমিং।
কারণ জিও গ্রাহকরা ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাবে এই প্ল্যানের মাধ্যমে, যেখানে তারা 4K রেজোলিউশনে আইপিএলের প্রতিটি ম্যাচ ফ্রিতে উপভোগ করতে পারবে। তবে বলে রাখি, এটি শুধুমাত্র মোবাইলের জন্যই প্রযোজ্য। ল্যাপটপ বা টিভিতে এই সুবিধা মিলবে না।
গত কয়েক বছর ধরে ভারতের বাজারে BSNL এর মতো টেলিকম সংস্থাগুলি প্রতিযোগিতায় ফেলেছে জিওকে। বিশেষ করে যখন BSNL প্ল্যানের দাম বাড়ায়নি, তখন জিওর অনেক গ্রাহক BSNL-এ পোর্ট করিয়ে নেন। জিওর এই নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান মূলত গ্রাহকদের ধরে রাখার একটি কৌশল, যাতে তারা একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্তে থাকতে পারে।
তাই যদি আপনি মোবাইল রিচার্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে জিওর এই ১ বছরের প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প, যেখানে ফ্রি কল, আনলিমিটেড ইন্টারনেট, 5G ডেটার সুবিধা এবং বিনামূল্যে আইপিএল ২০২৫ দেখার সুযোগ মিলছে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.