একেই বলে সস্তা, মাত্র ১৪৭ টাকা থেকে দুর্দান্ত ভয়েস অনলি রিচার্জ প্ল্যান আনল BSNL

ট্রাইয়ের নির্দেশের পর আরও দুটি সস্তা প্ল্যান লঞ্চ করল BSNL। এই প্রিপেড প্ল্যানগুলির ভ্যালিডিটি ৩০ এবং ৬৫ দিন। সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশে টেলিকম সংস্থাগুলি তাদের টুজি ও ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডেটা ছাড়া সস্তা ভয়েস অনলি প্ল্যান এনেছে। যেখানে গ্রাহকরা ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাবেন। তবে সরকারি টেলিকম সংস্থাটি সর্বোচ্চ ৯০ দিনের জন্য ভয়েস অনলি প্ল্যান এনেছে। এর আগে BSNL এর পোর্টফোলিওতে ডেটা ছাড়া দুটি প্ল্যান ছিল, যেখানে গ্রাফকরা ১৭ দিন এবং ৯০ দিনের ভ্যালিডিটি পান।

READ MORE:  একেই বলে সস্তা, মাত্র ১৪৭ টাকা থেকে দুর্দান্ত ভয়েস অনলি রিচার্জ প্ল্যান আনল BSNL

BSNL লঞ্চ করলেন দুটি সস্তা প্ল্যান

বিএসএনএল সম্প্রতি ১৪৭ টাকার এবং ৩১৯ টাকার দুটি ডেটা ছাড়া ভয়েস অনলি নতুন প্ল্যান লঞ্চ করেছে। ১৪৭ টাকার প্ল্যানটি ব্যবহারকারীদের ৩০ দিনের বৈধতা দেয়। এদিকে ৩১৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই দুটি প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি এসএমএস সুবিধা রয়েছে। বিএসএনএল বিহার এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই দুই নতুন প্ল্যান সম্পর্কে বলা হয়েছে।

ট্রাই-এর আদেশ

READ MORE:  Airtel গ্রাহকদের জন্য টেনশন শেষ, এই দুই সস্তা রিচার্জ প্ল্যানে পাবেন ৭৭ দিনের ভ্যালিডিটি

ট্রাই গত মাসে টেলিকম সংস্থাগুলিকে ২জি ফিচার ফোন ব্যবহারকারী এবং ডেটা ব্যবহার না করা গ্রাহকদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। টেলিকম নিয়ন্ত্রকের নির্দেশ অনুসরণ করে টেলিকম সংস্থাগুলি ব্যবহারকারীদের জন্য ডেটা-ফ্রি প্ল্যান লঞ্চ করেছে। বিএসএনএলের দুটি প্ল্যানই ফিচার ফোন গ্রাহকদের উপকারে আসবে। এছাড়াও, যারা বিএসএনএল নম্বরকে সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করেন তারাও এই সস্তা রিচার্জ প্ল্যানগুলি থেকে উপকৃত হবেন।

READ MORE:  Jio Airtel Vodafone Idea: ইন্টারনেট দরকার নেই? সস্তায় Jio, Airtel ও Vi এর ভয়েস কলিং অনলি প্রিপেড প্ল্যান দেখে নিন | Jio airtel Vodafone Idea voice only plans details

এর আগে বিএসএনএলের ৯৯ টাকার ভয়েস-কেবল প্ল্যান ছিল, যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ১৭ দিন। এছাড়াও, সরকারী টেলিকম সংস্থা ৪৩৯ টাকার একটি ডেটা-ফ্রি প্ল্যান অফার করছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top