শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ২০২৪-২৫ অর্থবছরটি কলকাতা মেট্রোর জন্য যথেষ্ট লাভদায়ক ছিল সেই নিয়ে একটি বিবৃতি জারি করল কলকাতা মেট্রো। মঙ্গলবার এক বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে মেট্রোতে ২১.৮ কোটি যাত্রী যাতায়াত করেছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১৩.৩% বেশি। মেট্রোর একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩-২৪ সালে ১৯.৩ কোটি মানুষ মেট্রোতে ভ্রমণ করেছেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রেকর্ড যাত্রী ভ্রমণ করল কলকাতা মেট্রোতে
এমনিতে লোকাল, এক্সপ্রেস ট্রেনকে তো সকলের লাইফলাইন বলাই হয়। এই মেট্রো পরিষেবাকেও লাইফলাইন বললে ভুল হবে না। বর্তমানে কলকাতায় মেট্রো পরিষেবাগুলি চারটি লাইনে পরিচালিত হয় – ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন – প্রতিটি লাইনই যাত্রী সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখে। সেক্ষেত্রে ২০২৪-২৫ আর্থিক বছরে প্রতিটি রুটে রেকর্ড সংখ্যক যাত্রী ভ্রমণ করেছেন। বিবৃতি অনুসারে, ২০২৪-২৫ অর্থবর্ষে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) রেলে ১৮.৯ কোটি যাত্রী পরিবহন করেছে, যা আগের তুলনায় এক ধাক্কায় ৫.৫% বৃদ্ধি পেয়েছে।
এদিকে গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) রেলে ২০২৪-২৫ সালে ১.৩ কোটি যাত্রী পরিবহন করেছে। অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া-রুবি) রেলে ৫.৯ লক্ষ যাত্রী পরিবহন করেছে। গ্রিন লাইন-১ (শিয়ালদহ-সল্ট লেক সেক্টর ভি) রেলে ২০২৩-২৪ সালের তুলনায় ১৫.৫% যাত্রী পরিবহন বেড়েছে। পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) যাত্রী সংখ্যা ৩১.৩% বৃদ্ধি পেয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত ব্লু লাইনটি মেট্রো রেলওয়ের সর্বাধিক ব্যবহৃত করিডোর হিসাবে এখনও বিদ্যমান।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
চালু হওয়ার মুখে আরও বেশ কিছু লাইন
এদিকে ২০২৫ সালে কলকাতা শহরের আরও বেশ কিছু মেট্রো লাইন চালু হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কবি সুভাষ (নিউ গড়িয়া অঞ্চল) থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের (রুবি হাসপাতাল অঞ্চল) সংযোগকারী অরেঞ্জ লাইনটি কেবল ২০২৪-২৫ সালে শুরু হয়েছিল এবং মোট ৫.৯২ লক্ষ যাত্রী সংখ্যা রেকর্ড করেছে। এই লাইনটি শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সঙ্গে যুক্ত হলে যাত্রীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। ততদিন পর্যন্ত, এই লাইনটি চিংড়িঘাটা পর্যন্ত প্রসারিত হওয়ার সাথে সাথে আরও বেশি যাত্রী অরেঞ্জ লাইনটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে বউবাজার অংশে মেট্রো পরিষেবাও শুরু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।