এক চার্জেই কলকাতা থেকে দিঘা যাওয়া-আসা! Jio আনছে সাশ্রয়ী ইলেকট্রিক সাইকেল, জানুন দাম

আপনিও কি কম খরচে একটি ভালো ই-বাইক খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স Jio এবার বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রবেশ করতে চলেছে। Jio শিগগিরই একবার চার্জেই ৮০-১০০ কিলোমিটার চলতে সক্ষম একটি অত্যাধুনিক ই-সাইকেল লঞ্চ করবে। পরিবেশবান্ধব এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাত্রাকে সহজ করতে তৈরি এই ই-সাইকেল দ্রুত বাজারে আসতে চলেছে।

READ MORE:  Electric Scooter: মাত্র ৭৪,৯৯৯ টাকায় লঞ্চ হল নতুন Electric Scooter, এক চার্জে চলবে ২৫০ কিমি

Jio-র নতুন ই-বাইকের বিশেষত্ব

স্টাইলিশ ডিজাইন: পুরুষ এবং মহিলা উভয়ের জন্য উপযোগী, এই সাইকেলটি স্পোর্টি লুকের সঙ্গে আসছে। এতে LED লাইট, ডিজিটাল ডিসপ্লে, ও ডায়মন্ড ফ্রেম থাকছে, যা একে আরও আকর্ষণীয় করে তুলবে।

শক্তিশালী ব্যাটারি ও রেঞ্জ:
– উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
– একবার চার্জে ৮০-১০০ কিমি পর্যন্ত চলতে পারবে।
– বিশেষ প্রযুক্তির সাহায্যে এই ই-সাইকেল একবার চার্জেই সর্বোচ্চ ৪০০ কিমি পর্যন্ত চলতে সক্ষম!

READ MORE:  বাড়ি ভাড়া থেকে ইলেকট্রিক বিল, এবার দেওয়া যাবে হোয়াটসঅ্যাপেই

 স্মার্ট ফিচার:
– GPS ট্র্যাকিং, স্মার্ট সংযোগ, বিপরীত মোড ও জলরোধী নকশা থাকছে, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

 দ্রুত চার্জিং সুবিধা:
– মাত্র ৩ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে, তাই দীর্ঘ ভ্রমণেও কোনো সমস্যা হবে না।

 নিরাপত্তা ব্যবস্থা:
– LED হেডলাইট, ব্রেক লাইট, রিয়ার ভিউ মিরর সহ উন্নত নিরাপত্তা ফিচার থাকছে, যা রাতের বেলা বা ব্যস্ত রাস্তায় যাত্রাকে আরও সুরক্ষিত করবে।

READ MORE:  বড় খবর: ব্যান হওয়া ৩৬টি চীনা অ্যাপ ফেরত এল ভারতে, TikTok আছে লিস্টে?

Jio-র এই নতুন ই-সাইকেলটি কম দামে দুর্দান্ত পারফরম্যান্স দেবে** এবং পরিবেশবান্ধব ট্রান্সপোর্টের ক্ষেত্রে এক বিপ্লব আনবে। এখন দেখার বিষয়, এই ই-বাইকের দাম কত নির্ধারণ করা হয়!

Scroll to Top