জানুয়ারিতে লঞ্চ হওয়ার পর অবশেষে দেশজুড়ে Ola S1 Gen 3 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হল।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ভারতের অন্যতম বৃহত্তম ইভি টু-হুইলার স্টার্টআপ কোম্পানি, Ola Electric (ওলা ইলেকট্রিক) ভারতে তাদের থার্ড জেনারেশন বা Gen 3 বৈদ্যুতিক স্কুটারের ডেলিভারি চালু করার ঘোষণা করল। সংস্থার এই পোর্টফোলিওতে এন্ট্রি-লেভেল S1 X, S1 Pro এবং S1 Pro Plus অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলি গত ৩১ জানুয়ারি ধুমধাম করে আত্মপ্রকাশ করেছিল। তবে লঞ্চের ১০ দিনের মধ্যে টপ মডেল, S1 Pro-এর দাম ১৫,০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তারা।
Ola S1 Gen 3 ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব
ওলা ইলেকট্রিকের থার্ড জেনারেশন প্ল্যাটফর্মটি তার পূর্বসূরীর তুলনায় অনেক আপগ্রেড এনেছে। যেমন পাওয়ার ও ব্যাটারির রেঞ্জে ২০ শতাংশ বৃদ্ধি এসেছে। তাছাড়া, কোম্পানিটি উন্নত কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার জন্য মিড-ড্রাইভ মোটর এবং চেইন ড্রাইভও চালু করেছে। কোম্পানি S1 প্রো প্লাসে ডুয়াল-চ্যানেল এবিএস এবং ব্রেক-বাই-ওয়্যার সিস্টেম অফার করছে। রিজেনারেটিভ ব্রেকিংয়ের মাধ্যমে আরও উন্নত এনার্জি রিকভারি হবে।
Ola S1 Pro+
ওলার থার্ড জেনারেশন স্কুটারের টপ মডেল হল S1 Pro+ এবং এটি ৫.৩ কিলোওয়াট আওয়ার এবং ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে উপলব্ধ। উভয় ভেরিয়েন্টে ১৩ কিলোওয়াট ক্ষমতার মোটর রয়েছে।
টপ স্পিড প্রতি ঘন্টায় যথাক্রমে ১৪১ কিমি ও ১২৮ কিমি। ০-৪০ কিমি/ঘন্টা স্পিড তুলতে যথাক্রমে ২.১ সেকেন্ড ও ২.৩ সেকেন্ড সময় নেয়। টপ ভেরিয়েন্টে থাকা ব্যাটারি প্যাকের রেঞ্জ ৩২০ কিলোমিটার এবং দ্বিতীয়টির ২৪২ কিলোমিটার। তবে মনে রাখবেন, এগুলি সার্টিফায়েড রেঞ্জ।
Ola S1 Pro
Ola S1 Pro মডেলটি ৪ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। উভয় মডেল ১১ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর দ্বারা পরিচালিত। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিসি অর্থাৎ আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার এবং ১৭৬ কিমি।
Ola S1 X
Ola Gen 3 প্ল্যাটফর্মের সবচেয়ে সস্তা মডেল হল S1 X। এটি ৪ কিলোওয়াট আওয়ার, ৩ কিলোওয়াট আওয়ার, এবং ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে এসেছে। দাম যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা, ৮৯,৯৯৯ টাকা, ও ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ভ্যারিয়েন্ট তিনটির রেঞ্জ ও স্পিড যথাক্রমে ২৪২ কিমি/১২৩ কিমি, ১৭৬ কিমি/১১৫ কিমি, এবং ১০৮ কিমি/১০১ কিমি।