এক দিনেই 8,472 কোটি টাকার বুকিং পেয়ে রেকর্ড গড়ল Mahindra-র ইলেকট্রিক গাড়ি!

গত কয়েক বছর ধরে বাজারে একের পর এক নতুন SUV এনেছে মাহিন্দ্রা (Mahindra)। বুকিং শুরুর প্রথম দিনেই এসইউভিগুলি বিপুল সাড়া ফেলেছে। তা সেটি Scorpio N ও XUV 3XO হোক বা Thar Roxx। সেই ট্রেন্ড এবার BE 6 এবং XEV 9e-এর ক্ষেত্রেও অব্যাহত থাকল। গতকাল সকাল ৯টায় ইলেকট্রিক গাড়ি দুটির বুকিং শুরু হয়েছে। মাহিন্দ্রার দাবি, প্রথম দিনেই দুই ইভি মোট ৩০,১৭৯টি বুকিং পেয়েছে। এক্স-শোরুম মূল্যে তাদের সম্মিলিত বুকিংয়ের অঙ্ক প্রায় ৮,৪৭২ কোটি টাকা।

READ MORE:  Oben Rorr EZ Electric Bike: দাম বাড়ার আগেই কিনে ফেলুন ১৭৫ কিমি মাইলেজের এই অনবদ্য ইলেকট্রিক বাইক | Oben Rorr EZ Price

Mahindra BE 6 এবং XEV 9e যথাক্রমে ৪৪% এবং ৫৬% বুক হয়েছে। ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ টপ-এন্ড প্যাক থ্রি ট্রিমটি সবথেকে বেশি বুক হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে লঞ্চ হওয়া Scorpio-N বুকিং শুরুর ৩০ মিনিটের মধ্যে ১ লক্ষের বেশি অর্ডার পেয়েছিল। যেখানে 3XO গত বছর ৬০ মিনিটের মধ্যে ৫০ হাজারের বেশি বুকিং পেয়েছে।

READ MORE:  Toyota C-HR+ Electric SUV: এক চার্জে কলকাতা টু জলপাইগুড়ি! চমকে দিয়ে হাজির টয়োটার নতুন ইলেকট্রিক গাড়ি | Toyota C-HR+ Electric SUV Launch Date

তবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে থারের ফাইভ ডোর সংস্করণ, Thar Roxx। গত বছর ১ ঘন্টায় ১,৭৬,২১৮ ইউনিট বুক হয়েছিল এই গাড়ি। EV স্পেসিফিক INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি BE 6 ও XEV 9e। এতে দুটি ব্যাটারি প্যাক অপশন রয়েছে — ৫৯ কিলোওয়াট আওয়ার এবং ৭৯ কিলোওয়াট আওয়ার। আবার মোটরের বিকল্পও দুটি — ১৭০ কিলোওয়াট ও ২১০ কিলোওয়াট।

READ MORE:  ব্রাজিলের বিপুল জনপ্রিয় বাইক দেশে আনছে Honda, দুই রকম জ্বালানিতে চালাতে পারবেন

১৭০ কিলোওয়াট মোটরটি ৫৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে যুক্ত, যেখানে ২১০ কিলোওয়াট মোটর ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে ব্যবহার করা হয়েছে। BE 6 গাড়িটির দাম ১৮.৯০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৬.৯০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, XEV 9e কিনতে খরচ হবে ২১.৯০ লক্ষ টাকা থেকে ৩০.৫০ লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি এক্স-শোরুম প্রাইস।