এক দিনেই 8,472 কোটি টাকার বুকিং পেয়ে রেকর্ড গড়ল Mahindra-র ইলেকট্রিক গাড়ি!
গত কয়েক বছর ধরে বাজারে একের পর এক নতুন SUV এনেছে মাহিন্দ্রা (Mahindra)। বুকিং শুরুর প্রথম দিনেই এসইউভিগুলি বিপুল সাড়া ফেলেছে। তা সেটি Scorpio N ও XUV 3XO হোক বা Thar Roxx। সেই ট্রেন্ড এবার BE 6 এবং XEV 9e-এর ক্ষেত্রেও অব্যাহত থাকল। গতকাল সকাল ৯টায় ইলেকট্রিক গাড়ি দুটির বুকিং শুরু হয়েছে। মাহিন্দ্রার দাবি, প্রথম দিনেই দুই ইভি মোট ৩০,১৭৯টি বুকিং পেয়েছে। এক্স-শোরুম মূল্যে তাদের সম্মিলিত বুকিংয়ের অঙ্ক প্রায় ৮,৪৭২ কোটি টাকা।
Mahindra BE 6 এবং XEV 9e যথাক্রমে ৪৪% এবং ৫৬% বুক হয়েছে। ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ টপ-এন্ড প্যাক থ্রি ট্রিমটি সবথেকে বেশি বুক হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে লঞ্চ হওয়া Scorpio-N বুকিং শুরুর ৩০ মিনিটের মধ্যে ১ লক্ষের বেশি অর্ডার পেয়েছিল। যেখানে 3XO গত বছর ৬০ মিনিটের মধ্যে ৫০ হাজারের বেশি বুকিং পেয়েছে।
তবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে থারের ফাইভ ডোর সংস্করণ, Thar Roxx। গত বছর ১ ঘন্টায় ১,৭৬,২১৮ ইউনিট বুক হয়েছিল এই গাড়ি। EV স্পেসিফিক INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি BE 6 ও XEV 9e। এতে দুটি ব্যাটারি প্যাক অপশন রয়েছে — ৫৯ কিলোওয়াট আওয়ার এবং ৭৯ কিলোওয়াট আওয়ার। আবার মোটরের বিকল্পও দুটি — ১৭০ কিলোওয়াট ও ২১০ কিলোওয়াট।
১৭০ কিলোওয়াট মোটরটি ৫৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে যুক্ত, যেখানে ২১০ কিলোওয়াট মোটর ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে ব্যবহার করা হয়েছে। BE 6 গাড়িটির দাম ১৮.৯০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৬.৯০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, XEV 9e কিনতে খরচ হবে ২১.৯০ লক্ষ টাকা থেকে ৩০.৫০ লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি এক্স-শোরুম প্রাইস।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.