এক ধাক্কায় ৩০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি মেট্রোর, মাথায় হাত যাত্রীদের
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাড়া বাড়ল মেট্রোর (Metro Fare Hike)। হ্যাঁ, কথাটা চমকে দেওয়ার মতো হলেও আপাতত বেঙ্গালুরু মেট্রোতে যাতায়াত করতে অতিরিক্ত অর্থ গুনতে হবে যাত্রীদের। গত 9 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, মেট্রো রাইডের ক্ষেত্রে সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য সর্বোচ্চ ভাড়া 60 টাকা থেকে বাড়িয়ে 90 টাকা করা হয়েছে। মূলত ফিক্সেশন কমিটির সিদ্ধান্তে এই নতুন মেট্রো ভাড়া ধার্য করেছে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ।
বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের নতুন ভাড়া কাঠামো অনুসারে, বর্তমানে 0-2 কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য 10 টাকা দিতে হচ্ছে যাত্রীদের। একইভাবে 2-4 কিলোমিটারের ক্ষেত্রে 20 টাকা, 4-6 কিলোমিটারের ক্ষেত্রে 30 টাকা, 6-8 কিলোমিটার যাত্রার জন্য 40 টাকা, 8-10 কিলোমিটার যাত্রার জন্য 50 টাকা, 10-15 কিলোমিটার যাত্রার ক্ষেত্রে 60 টাকা এবং 15-20 কিলোমিটারের জন্য 70 টাকা সাধারণ ভাড়া ধার্য করা হয়েছে।
তবে F8 ফেয়ার কোডে 20-25 কিলোমিটার পর্যন্ত 80 ও 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য নতুন ভাড়া হিসেবে 90 টাকা ধার্য করা হয়েছে। যা বেঙ্গালুরু মেট্রোর আগের সর্বোচ্চ ভাড়ার থেকে 30 টাকা বেশি। অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারির আগে বেঙ্গালুরু মেট্রোর সর্বোচ্চ ভাড়া ছিল 60 টাকা। বর্তমানে তা 30 টাকা বাড়িয়ে 90 করা হয়েছে। যার জেরে পকেটের ব্যথাটা খানকিটা জেঁকে বসেছে যাত্রীদের।
বেঙ্গালুরু মেট্রোর নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, নিত্য অফিস যাত্রী কিংবা পড়ুয়ারা যাদের কাছে নির্দিষ্ট মেট্রো কার্ড রয়েছে মেট্রোর এই নতুন ভাড়ার ওপর তারা বিশেষ ছাড় পাবেন। সূত্র বলছে, সাপ্তাহিক ছুটির দিন এবং জাতীয় ছুটির দিনে স্মার্ট কার্ড ব্যবহারকারীরা 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এছাড়াও নন-পিক আওয়ার্সের সময় নির্দিষ্ট অর্থের ওপর অতিরিক্ত ছাড় পাবেন বেঙ্গলরু মেট্রোর স্মার্ট কার্ড হোল্ডাররা। বলা বাহুল্য, নন-পিক আওয়ার্স অর্থাৎ সকাল 8টা পর্যন্ত, আবার দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং সবশেষে রাত 9টা পর্যন্ত সময়ে স্মার্ট কার্ড গ্রাহকরা ভাড়ার ওপর অতিরিক্ত ছাড় পাবেন।
আরও পড়ুন: বাংলায় নতুন ৬ লেনের হাইওয়ে, জুড়বে রক্সৌল-হলদিয়া ও গোরক্ষপুর-শিলিগুড়ি
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, নতুন বছরে বেঙ্গালুরু মেট্রোর নতুন ভাড়া কাঠামো শহরের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত শহরের পরিবহন ব্যবস্থা এবং আর্থিক কাঠামোর পরিবর্তন আনতে ও মেট্রো পরিষেবার সার্বিক উন্নয়নের জন্য যাত্রীদের থেকে আগের ভাড়ার তুলনায় কিছুটা বেশি অর্থ চার্জ করছে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ। বলা হচ্ছে, যাত্রীদের অর্থ দিয়ে মেট্রোকে আরও উন্নত প্রযুক্তিযুক্ত করে পরিষেবা আধুনিক করার পথেই হাঁটছে কর্তৃপক্ষ। ফলত, ভাড়া খানিকটা বেশি হলেও মেট্রো পরিষেবার দিক থেকে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা।
শ্বেতা মিত্র, কলকাতা: ফের দেশে এয়ারস্ট্রাইক (Airstrike)। হামলায় মৃত্যু হল বহু মানুষের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
This website uses cookies.