লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এক ধাক্কায় ৪০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, OnePlus Nord সিরিজের দুই ফোনের সাথে লোভনীয় অফার

Updated on:

আপনি যদি ওয়ানপ্লাস ফোন কিনতে চান, তাহলে কোম্পানির ওয়েবসাইটে লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। এই অফারে আপনি OnePlus Nord CE 4 Lite 5G এবং OnePlus Nord 4 বাম্পার ডিসকাউন্টে কিনতে পারবেন। দুটি ফোনই কোম্পানির অফিসিয়াল ই-স্টোরে 4,000 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। আবার জিও প্লাস পোস্টপেড প্ল্যান ব্যবহারকারীরা পাবেন ২,২৫০ টাকা পর্যন্ত বেনিফিট। আবার স্মার্টফোন দুটি নো-কস্ট ইএমআইতেও কেনা যাবে।

OnePlus Nord CE 4 Lite 5G লোভনীয় অফারে কিনুন

ওয়ানপ্লাস এর অফিসিয়াল ওয়েবসাইটে নর্ড সিই ৪ লাইট ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। সেল চলাকালীন ব্যাঙ্ক অফারে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। আর জিও প্লাস পোস্টপেড প্ল্যান ব্যবহারকারীরা পাবেন ২,২৫০ টাকার সুবিধা। এছাড়াও তিন মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে।

READ MORE:  কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার-উজ্জ্বল AMOLED ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এই ক্যামেরা ওআইএস সাপোর্ট করে। ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে

READ MORE:  OnePlus 13R Price: লঞ্চের পর প্রথমবার সবচেয়ে কমে OnePlus 13R, টেলিফটো ক্যামেরা সহ আছে দুর্ধর্ষ ফিচার | OnePlus 13R 50MP Telephoto Camera

OnePlus Nord 4

ওয়ানপ্লাস নর্ড ৪ কোম্পানির ওয়েবসাইটে ২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে আপনি অফিসিয়াল ই-স্টোর থেকে এই ফোনটি কিনলে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও জিও প্লাস পোস্টপেইড প্ল্যান ব্যবহারকারীরা ২২৫০ টাকার অতিরিক্ত সুবিধা পাবেন। সাথে ৬ মাসের নো কস্ট ইএমআই অফারের সাথেও ডিভাইসটি কেনা যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের আল্ট্র ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট দ্বারা চালিত । এর প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  PM Awas Yojona App: আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এল AwaasPlus অ্যাপ | Pm awas yojona AwaasPlus app launch for online application

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.