এক বছরে ১৮.৫ কোটি পর্যটকের আগমন, পর্যটন কেন্দ্রে ভারত সেরা বাংলা! জানাল সরকার
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় রেকর্ড হারে বেড়েছে পর্যটকদের সংখ্যা (West Bengal Tourism)। ২০২৪ সালে বাংলায় এসেছিলেন প্রায় সাড়ে ১৮ কোটি পর্যটক, এমনটাই দাবি করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিগত কয়েক বছরে বাংলায় এটাই সর্বোচ্চ সংখ্যক পর্যটক আগমন বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের উত্তরে পাহাড়, দক্ষিণে সমুদ্র, মাঝে হরিয়ালি, পাহাড় টিলা, জঙ্গল, মালভূমি, লাল মাটির দেশ ও আরো অনেক কিছু। সেই সঙ্গে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন নদী বিস্তার, স্থানীয় শিল্পের পসার, অঞ্চল ভেদে লোকজীবন, সংস্কৃতির বৈচিত্র্য। সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য বাংলায় ট্যুরিস্ট ডেস্টিনেশনের কোনো অভাব নেই। আর অভাব নেই বলেই পর্যটকদের যাওয়া আসা লেগেই রয়েছে। দেশী বিদেশী পর্যটকদের আনাগোনা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের জন্য এক দারুণ বিজ্ঞাপন।
পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের দাবি অনুযায়ী, ভারতের পর্যটন ক্ষেত্রের পাওয়ারহাউস হিসেবে পরিচিত রাজস্থান, কেরলকেও এখন টেক্কা দিচ্ছে বাংলা। ২০২৪ সালে এসেছিলেন প্রায় ১৮.৫ কোটি পর্যটক (দেশি বিদেশি মিলিয়ে), ২০২৩ সালে পর্যটক সংখ্যা ছিল আনুমানিক ১৪.৫ কোটি, ২০২২ সালে এই সংখ্যাটা ছিল প্রায় ৮.৪ কোটি। মানে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে পর্যটক সংখ্যা বেড়েছে এ রাজ্যে।
পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকদের একটা বড় অংশ আসেন বাংলাদেশ থেকে। বাংলাদেশে রাজনৈতিক কারণে বেড়েছিল অস্থিরতা, সেই সময়কালে সে দেশ থেকে অনেকেই এ দেশে তথা এ রাজ্যে এসেছিলেন বলে মনে করা হচ্ছে।
পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বাড়তি উৎসাহ এসেছে রাজ্যের ট্যুরিজম বিভাগে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে রয়েছে ৫ হাজার ৩২২ টি হোমস্টে। পর্যটকদের যাতে কোনরকম সমস্যা না হয়, সে জন্য দেওয়া হচ্ছে ট্রেনিং। বাংলার সংস্কৃতি পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে।
সরকারের পক্ষ থেকেও কালচারাল ট্যুরিজমের ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে বলে উঠে এসেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে। পর্যটক সংখ্যা যত বেড়েছে, ততই উৎসাহ পাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানও। আগামী দিনে আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য পর্যটন বিভাগের সঙ্গে যুক্ত সকলেই বদ্ধপরিকর।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.