এক মাছ খেয়েই উজাড় গোটা পরিবার! প্রাণ গেল ৫ বছরের শিশুর
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ঙ্কর ঘটনা! পটকা মাছ খেয়ে বাংলাদেশে (Bangladesh) 5 বছরের শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে, ওপার বাংলার পিরোজপুরের কাউখালী উপজেলায়। সূত্রের খবর, এই ঘটনায় আরও 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসক সূত্রে খবর।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বাংলাদেশের পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরপাড়া গ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। নিহত শিশু ফাতেমা আক্তারের দাদু হানিফ সরদার জানিয়েছেন, নদী থেকে তুলে আনা অন্যান্য মাছের সাথে পটকা মাছও রান্না করে খেয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে।
ওই ব্যক্তি দাবি করেছেন, পটকা মাছ খাওয়ার সাথে সাথেই অসুস্থ বোধ করতে থাকে 5 বছর বয়সী ওই শিশু। এরপর তড়িঘড়ি কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া তাকে। মৃত শিশুর পরিবার জানিয়েছে, হাসপাতালেই মৃত্যু হয় ফতেমার।
জানা গিয়েছে, পটকা মাছ খেয়ে বর্তমানে গুরুতর অসুস্থ ফতেমার পরিবারের 4 সদস্য। ফতেমার দাদু জানিয়েছেন, ভুলবশত পটকা মাছ খেয়ে ফেলেছিল আমার স্ত্রী ও তিন মেয়ে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
অবশ্যই পড়ুন: ভারতের কারণে বাঁচল বাংলাদেশের সেনাপ্রধান!
বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুব্রত কর্মকার এ প্রসঙ্গে মুখ খুলেছেন। চিকিৎসকূ সুব্রত বাবু জানান, রাত দুটো নাগাদ পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে 5 রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে 5 বছরের একজন শিশুও ছিল।
চিকিৎসক জানিয়েছেন, ফাতেমা আক্তার নামক ওই শিশু হাসপাতালে আসার আগেই মারা যায়। বাকি 4 জনের অবস্থা গুরুতর জেনে তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ মঙ্গলবার, ভারতের শেয়ারবাজারে (Stock Market News) ফের চাঙ্গা ভাব।…
বৈদ্যুতিক যানবাহন সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্ব ইভি দিবস পালিত হয়। সেই উপলক্ষে দেশীয় বৈদ্যুতিক…
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় রেকর্ড হারে বেড়েছে পর্যটকদের সংখ্যা (West Bengal Tourism)। ২০২৪ সালে বাংলায়…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সূর্য মধ্য গগনের…
জুন মাস থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস (Pipeline Gas) পৌঁছাবে। বাংলার মানুষের জন্য দুর্দান্ত…
ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জিংয়ের সময় কমানোর জন্য ইতিমধ্যে গবেষণা শুরু করেছে একাধিক সংস্থা। পেট্রল বা…
This website uses cookies.