শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio নিয়ে এল নতুন প্রিপেইড প্ল্যান, যেখানে ২০০ দিন ভ্যালিডিটি এবং দৈনিক ২.৫ … Read more
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio নিয়ে এল নতুন প্রিপেইড প্ল্যান, যেখানে ২০০ দিন ভ্যালিডিটি এবং দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ার ফলে ডেটার ব্যবহারও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথায় Jio-র এই নতুন প্ল্যান ব্যবহারকারীদের উপকৃত করবে বলে আশা করছে কোম্পানি। এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলও।
Jio-র ঝুলিতে ২৮ দিন থেকে শুরু ৩৬৫ দিন পর্যন্ত নানা প্রিপেইড প্ল্যান রয়েছে। অনেকেই ৩৬৫ দিন বা এক বছরের রিচার্জ করতে পিছুপা হন। তাদের জন্য এই ২০০ দিনের রিচার্জ প্ল্যান হাজির করেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি। এক রিচার্জে দীর্ঘ সময়ের জন্য ভ্যালিডিটি চাইলে এটি বিবেচনা করতে পারেন, যার ফলে ঘন ঘন রিচার্জ করার প্রয়োজনীয়তা কমবে।
Jio-র ২০০ দিনের রিচার্জ প্ল্যান
জিও’র ২০০ দিনের প্ল্যানে অসংখ্য সুবিধা রয়েছে। গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে সীমাহীন বিনামূল্যে কলিং, আনলিমিটেড ৫জি ডেটা এবং বিনামূল্যে এসএমএস উপভোগ করতে পারবেন। দাম রয়েছে ২০২৫ টাকা। প্রতিদিন, ব্যবহারকারীরা ১০০টি বিনামূল্যে এসএমএস এবং ২০০ দিনের জন্য মোট ৫০০ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। দৈনিক ডেটার পরিমাণ ২.৫ জিবি।
বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
উক্ত বৈশিষ্ট্যগুলির পাশাপাশি, জিও গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার জন্য আরও অনেক সুবিধা ২০২৫ রিচার্জ প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ব্যবহারকারীরা জিও হটস্টারের বিনামূল্যে ৯০ দিনের সাবস্ক্রিপশন পাবেন, যা নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি উপভোগ করতে পারবেন ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল।