এক রিচার্জে ৬ মাস নিশ্চিন্ত, Vodafone Idea -র জবরদস্ত রিচার্জ প্ল্যানের সামনে কুপোকাত জিও, এয়ারটেল
টেলিকম শিল্পের দৌড়ে তিন নম্বরে রয়েছে ভোডাফোন আইডিয়া। দেনায় ডুবে থাকা এই টেলিকম অপারেটর হাল ছাড়তে নারাজ। সম্প্রতি একটি নতুন রিচার্জ প্ল্যান এনে জিও এবং এয়ারটেলের উপর চাপসৃষ্টি করল Vi। এই রিচার্জ প্ল্যানে পাবেন ১৮০ দিন ভ্যালিডিটি। এরকমই একটা প্ল্যান রয়েছে বিএসএনএলেরও। তবে এবার কড়া টক্কর দিচ্ছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)।
ভিআই এর ১৮০ দিনের প্রিপেইড প্ল্যান
দীর্ঘমেয়াদি প্ল্যানের বড় সুবিধা হল একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত থাকা যায়। ঘন ঘন রিচার্জ করার ঝক্কি নিতে হয় না, পাশাপাশি খরচও কিছুটা কম হয়। ভিআই এদিন যে প্ল্যানটি এনেছে তাতে পুরো ৬ মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS। এছাড়া পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি ডেটা।
পাশাপাশি ভিআই যে অফার রয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা, সেটিও অন্তর্ভুক্ত থাকবে। উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও রয়েছে। এই রিচার্জের দাম রাখা হয়েছে ১,৭৪৯ টাকা। দিন প্রতি গড়ে খরচ ৯.৭১ টাকা।
একই ভ্যালিডিটির রিচার্জ রয়েছে BSNL এর
বিএসএনএলেরও একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যেখানে ১৮০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সুবিধা রয়েছে ৯০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি SMS। এই প্ল্যানের দাম ৮৯৭ টাকা। ভিআই এর প্ল্যানের তুলনায় প্রায় অর্ধেক। তবে ডেটা অনেকটাই কম।
প্রসঙ্গত, এই রিচার্জ প্ল্যান ছাড়াও ভিআই সম্প্রতি দুটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে। যার দাম ৪৭০ টাকা (৮৪ দিন ভ্যালিডিটি) এবং ১৮৪৯ টাকা (৩৬৫ দিন ভ্যালিডিটি)। এই দুই প্ল্যানে ডেটার সুবিধা নেই।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.