এক হাতে লাঠি, বুকে জড়িয়ে শিশু! মা সব পারে, RPF কনস্টেবলের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের
একজন নারী নিজের ইচ্ছে শক্তি, মনের জোরের জেরে সবকিছু করতে পারে। আর যদি তিনি একজন মা হন তাহলে তিনি তো নিজের সন্তানের জন্য যে কোনও মূল্য চোকাতে প্রস্তুত থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক আরপিএফ কনস্টেবলের ছবি। যেখানেই তাকে দেখা গেছে হাতে ব্যাটন আর বুকে দুধের শিশুকে নিয়ে নিজের ডিউটি করতে।
বলাই যায় এই ছবি রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। দিল্লি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এই ভিডিও ভাইরাল হয়। মহাকুম্ভের মেলায় যাওয়ার ট্রেন ধরতে গিয়ে ১৮ জনের পদপিষ্ট হওয়ার দুর্ঘটনা ঘটে যাওয়ার পর রাতারাতি ছুটি বাতিল হয়ে যায় রীনা নামক ওই কনস্টেবলের। নিজের ছোট্ট শিশু পুত্রকে নিয়েই কাজে যোগ দেন রীনা।
এই ছবি ভাইরাল হতেই অনেকে তার প্রশংসা করলেও কেউ কেউ রীনার স্বামীকে কটাক্ষ করেছেন। একজন নারী তো বাড়ি বাইরে পুরোটা সামলায় তাহলে একজন পুরুষ কেন নিজের সন্তানের এইটুকু দায়িত্ব নিতে পারবে না? প্রশ্ন তুলেছেন সবাই।
https://twitter.com/RPF_INDIA/status/1891545420133757311?ref_src=twsrc%5Etfw” target=”_blank” rel=”noopener
এই বিষয়ে জানা গেছে তিন সন্তানের মা রীনা। দুই কন্যা সন্তান এক পুত্র সন্তান। পুত্রের বয়স মাত্র ১। দিল্লি স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনার দিন ছুটিতে ছিলেন রীনা। কিন্তু দুর্ঘটনার জেড়ে বাতিল হয়ে যায় ছুটি। পরের দিনই কাজে আসতে হয় তাকে। দুই মেয়েকে ডে কেয়ারে রেখে এলেও ছেলেকে রাখা সম্ভব নয়। একরত্তি যে। আর তাই ছেলেকে সঙ্গে নিয়ে ডিউটিতে আসেন তিনি।
তবে রীনা যে এক আদেশ সেবার কাজে নিযুক্ত তা নয়, তার স্বামীও একজন জওয়ান। জম্মু-কাশ্মীর রয়েছেন তিনি। বাড়িতে তার শিশুদের দেখাশোনা করার জন্য রিনার বাবা-মা, শ্বশুর শাশুড়ি কেউ নেই। আর তাই ভরসা ডে কেয়ার। যদিও নিজের শিশু পুত্রকে ডে কেয়ারে রাখতে পারেন না তিনি তাই সঙ্গে করে নিয়ে আসেন তাকে।
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
This website uses cookies.