এখন মাত্র ৪ জন যাত্রী তৎকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন, জেনে নিন কনফার্মেশন পাওয়ার উপায়!
ভারতীয় রেলওয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে নিয়মিত বিভিন্ন পরিবর্তন আনে, যাতে যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়। এবার রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন এনেছে, যা নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
তৎকাল টিকিট হল যাত্রার এক বা দুই দিন আগে বুক করা বিশেষ টিকিট, যা সরাসরি কনফার্ম না হলেও নিশ্চিত আসনের সম্ভাবনা থাকে। নির্দিষ্ট সময় আগে তৎকাল বুকিং শুরু হয় এবং কিছু আসন সংরক্ষিত থাকে, যা শুধুমাত্র এই কোটার জন্য বরাদ্দ।
ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট সময়ে তৎকাল বুকিং চালু করে—
– এসি ক্লাস: সকাল ১০:০০ টা থেকে
– নন-এসি ক্লাস: সকাল ১১:০০ টা থেকে
তৎকাল টিকিট বুক করার জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করা ভালো, কারণ অনলাইনে টিকিট বুকিংয়ের সম্ভাবনা বেশি থাকে। তবে কাউন্টার থেকেও বুকিং করা যায়।
বুকিং প্রক্রিয়া:
1. IRCTC অ্যাকাউন্ট তৈরি করুন (যদি না থাকে)।
2. “বুকিং” ট্যাবে ক্লিক করে “তৎকাল” অপশন নির্বাচন করুন।
3. ট্রেন নম্বর, বোর্ডিং স্টেশন ও গন্তব্য লিখুন।
4. “অনুসন্ধান” অপশনে ক্লিক করে আসন খুঁজুন।
5. নাম, বয়স, লিঙ্গ এবং পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দিন।
6. পেমেন্ট সম্পন্ন করে টিকিট কনফার্ম করুন।
– এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪ জন যাত্রীর জন্যই তৎকাল টিকিট বুক করা যাবে।
– নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়াতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
– অনলাইন বুকিংয়ে প্রথম আসা, প্রথম পাবেন ভিত্তিতে টিকিট বরাদ্দ করা হবে।
– ভ্রমণের সময় আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক।
নতুন নিয়মের কারণে যাত্রীরা সহজেই নিশ্চিত টিকিট পেতে পারেন এবং তৎকাল বুকিং নিয়ে দুশ্চিন্তা কমবে!
শাওমি নিঃশব্দে Redmi A5 4G ফোন লঞ্চ করল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন এটিকে বাজেট সেগমেন্টে…
ভারতের বৈদ্যুতিক দুই চাকার বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাজাজ অটো। এবার আরও সাশ্রয়ী মূল্যের একটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন নানান অজুহাতের দ্বারস্থ হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেন অনেকেই। তবে সেই…
প্রযুক্তির সিঁড়ি বেয়ে কে কত আগে যেতে পারে তার দৌড় শুরু হয়েছে স্মার্টফোনের বাজারে। Apple…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পাবলিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চ বেতনের একটি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য…
This website uses cookies.