এখন মাত্র ৪ জন যাত্রী তৎকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন, জেনে নিন কনফার্মেশন পাওয়ার উপায়!
ভারতীয় রেলওয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে নিয়মিত বিভিন্ন পরিবর্তন আনে, যাতে যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়। এবার রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন এনেছে, যা নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
তৎকাল টিকিট হল যাত্রার এক বা দুই দিন আগে বুক করা বিশেষ টিকিট, যা সরাসরি কনফার্ম না হলেও নিশ্চিত আসনের সম্ভাবনা থাকে। নির্দিষ্ট সময় আগে তৎকাল বুকিং শুরু হয় এবং কিছু আসন সংরক্ষিত থাকে, যা শুধুমাত্র এই কোটার জন্য বরাদ্দ।
ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট সময়ে তৎকাল বুকিং চালু করে—
– এসি ক্লাস: সকাল ১০:০০ টা থেকে
– নন-এসি ক্লাস: সকাল ১১:০০ টা থেকে
তৎকাল টিকিট বুক করার জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করা ভালো, কারণ অনলাইনে টিকিট বুকিংয়ের সম্ভাবনা বেশি থাকে। তবে কাউন্টার থেকেও বুকিং করা যায়।
বুকিং প্রক্রিয়া:
1. IRCTC অ্যাকাউন্ট তৈরি করুন (যদি না থাকে)।
2. “বুকিং” ট্যাবে ক্লিক করে “তৎকাল” অপশন নির্বাচন করুন।
3. ট্রেন নম্বর, বোর্ডিং স্টেশন ও গন্তব্য লিখুন।
4. “অনুসন্ধান” অপশনে ক্লিক করে আসন খুঁজুন।
5. নাম, বয়স, লিঙ্গ এবং পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দিন।
6. পেমেন্ট সম্পন্ন করে টিকিট কনফার্ম করুন।
– এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪ জন যাত্রীর জন্যই তৎকাল টিকিট বুক করা যাবে।
– নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়াতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
– অনলাইন বুকিংয়ে প্রথম আসা, প্রথম পাবেন ভিত্তিতে টিকিট বরাদ্দ করা হবে।
– ভ্রমণের সময় আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক।
নতুন নিয়মের কারণে যাত্রীরা সহজেই নিশ্চিত টিকিট পেতে পারেন এবং তৎকাল বুকিং নিয়ে দুশ্চিন্তা কমবে!
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশজুড়ে ভোটার কার্ডের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। এবার…
Vivo V সিরিজ চমৎকার ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য পরিচিত। এই লাইনআপের লেটেস্ট মডেল হিসাবে…
**রেলে অতিরিক্ত দাম নেওয়া বন্ধ, মেনু কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত** যাত্রী পরিষেবা উন্নত করতে কেন্দ্রীয়…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে। রীতিমত…
শ্বেতা মিত্র, কলকাতা: সরকারি কর্মীদের জন্য বড় খবর। কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় পেনশন অ্যাকাউন্টিং অফিস (CPAO)…
Vivo এর নতুন এবং ফিচারে ঠাসা স্মার্টফোনে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট Vivo…
This website uses cookies.