এখন মাত্র ৪ জন যাত্রী তৎকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন, জেনে নিন কনফার্মেশন পাওয়ার উপায়!
ভারতীয় রেলওয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে নিয়মিত বিভিন্ন পরিবর্তন আনে, যাতে যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়। এবার রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন এনেছে, যা নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
তৎকাল টিকিট হল যাত্রার এক বা দুই দিন আগে বুক করা বিশেষ টিকিট, যা সরাসরি কনফার্ম না হলেও নিশ্চিত আসনের সম্ভাবনা থাকে। নির্দিষ্ট সময় আগে তৎকাল বুকিং শুরু হয় এবং কিছু আসন সংরক্ষিত থাকে, যা শুধুমাত্র এই কোটার জন্য বরাদ্দ।
ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট সময়ে তৎকাল বুকিং চালু করে—
– এসি ক্লাস: সকাল ১০:০০ টা থেকে
– নন-এসি ক্লাস: সকাল ১১:০০ টা থেকে
তৎকাল টিকিট বুক করার জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করা ভালো, কারণ অনলাইনে টিকিট বুকিংয়ের সম্ভাবনা বেশি থাকে। তবে কাউন্টার থেকেও বুকিং করা যায়।
বুকিং প্রক্রিয়া:
1. IRCTC অ্যাকাউন্ট তৈরি করুন (যদি না থাকে)।
2. “বুকিং” ট্যাবে ক্লিক করে “তৎকাল” অপশন নির্বাচন করুন।
3. ট্রেন নম্বর, বোর্ডিং স্টেশন ও গন্তব্য লিখুন।
4. “অনুসন্ধান” অপশনে ক্লিক করে আসন খুঁজুন।
5. নাম, বয়স, লিঙ্গ এবং পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দিন।
6. পেমেন্ট সম্পন্ন করে টিকিট কনফার্ম করুন।
– এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪ জন যাত্রীর জন্যই তৎকাল টিকিট বুক করা যাবে।
– নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়াতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
– অনলাইন বুকিংয়ে প্রথম আসা, প্রথম পাবেন ভিত্তিতে টিকিট বরাদ্দ করা হবে।
– ভ্রমণের সময় আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক।
নতুন নিয়মের কারণে যাত্রীরা সহজেই নিশ্চিত টিকিট পেতে পারেন এবং তৎকাল বুকিং নিয়ে দুশ্চিন্তা কমবে!
ভিভো বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন Vivo V50 Lite (4G)। আপাতত তুরস্কে লঞ্চ হয়েছে এই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসাথে 10 হাজার ড্রোন আকাশে উড়তে দেখেছেন কখনও? উন্নত প্রযুক্তির ড্রোন দিয়ে…
রাজ্যের সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের (School Teacher) জন্য বড় খবর। সরকার তাদের কাজে ছাড় দিয়েছে।…
অনেকে ভাবেন কম দামে অর্থাৎ ৩০ হাজার টাকা রেঞ্জের মধ্যে ভালো গেমিং স্মার্টফোন দূরবীন দিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বকশিশ না দেওয়ায় নবজাতকের (NewBorn) অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেওয়ার অভিযোগ ওয়ার্ডবয়ের…
আপনি যদি হাই বাজেট রেঞ্জে দুর্দান্ত একটি স্মার্টফোন কিনতে চান তাহলে ভিভো-র সাব ব্র্যান্ড আইকোর…
This website uses cookies.