লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এতটা পাতলা হবে iPhone 17 Air, ছবি সামনে আসতেই হইচই ফ্যানদের মধ্যে

Published on:

অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ, iPhone 17 আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের সবচেয়ে আলোচিত মডেল iPhone 17 Air। কারণ এটি পাতলা ডিজাইন সহ বাজারে আসবে। আর এই ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Samsung Galaxy S25 Edge এর। আজ iPhone 17 Air মডেলটির একটি ছবি ফাঁস হয়েছে, যেখানে একজনকে এই ফোনটিকে হাতে ধরে থাকতে দেখা গেছে।

READ MORE:  অবশেষে ভারতে ফিরছে Ford, ফের উৎপাদন শুরু হবে বন্ধ কারখানায়, চলবে রফতানিও

এতটা পাতলা হবে iPhone 17 Air

ছবিতে দেখা গেছে, আইফোন ১৭ এয়ার মাত্র ৫.৫ মিমি পুরু হবে, যা স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ (৬.৪ মিমি) এর তুলনায় আরও পাতলা হবে। শুধু তাই নয়, এটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন মডেল হতে চলেছে। ডিভাইসটির ডান দিকে কয়েকটি বাটন দেখা গেছে।

ছবি সামনে আসার পর অনেক ফ্যানই উত্তেজনা প্রকাশ করেছেন। তবে ডিভাইসটি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাতলা ডিজাইনের কারণে এটি কতটা চাপ সহ্য করতে পারবে – তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। যদিও এর উত্তর পেতে আমাদের বেন্ড টেস্ট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।

READ MORE:  PM Awas Yojona App: আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এল AwaasPlus অ্যাপ | Pm awas yojona AwaasPlus app launch for online application

রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Air খুব বেশি পাতলা হওয়ার কারণে অ্যাপল কিছু গুরুত্বপূর্ণ ফিচার বাদ দিতে পারে। ফটোগ্রাফির জন্য এতে একটি রিয়ার ক্যামেরা দেখা যাবে, যেখানে অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোতে দুই বা তিনটি ক্যামেরা থাকে। এছাড়াও, মনে করা হচ্ছে যে আসন্ন ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি কম রাখা হতে পারে।

READ MORE:  Flipkart OMG Sale: কয়েক ঘন্টার অফার, ৩৪০০ টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra 5G ফোনের | Vivo T3 Ultra 5G 50M Selfie Camera

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.