মটোরোলা এজ ৬০ ফিউশন ২রা এপ্রিল দুপুর ১২টায় ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। স্মার্টফোনটি ফ্লিপকার্ট এবং মটোরোলা ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Motorola প্রতি বছর ভারতে Edge লাইনআপের অধীনে অত্যাধুনিক স্মার্টফোন লঞ্চ করে থাকে। ২০২৫ সালেও সেই কৌশল বদলাচ্ছে না লেনোভোর মালিকানাধীন এই সংস্থা। মটোরোলা সম্প্রতি Edge 60 Fusion নামের একটি নতুন ফোনকে টিজ করতে শুরু করেছিল। আর এখন তারা জানিয়েছে যে, এটি ভারতে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ডিভাইসটি Motorola Edge 50 Fusion-এর উত্তরসূরী হবে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট স্পেসিফিকেশনও প্রকাশ করেছে।
Motorola Edge 60 Fusion: ভারতে লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন
মটোরোলা এজ ৬০ ফিউশন ২রা এপ্রিল দুপুর ১২টায় ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। স্মার্টফোনটি ফ্লিপকার্ট এবং মটোরোলা ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। স্মার্টফোনটির সামনে প্যানটোন ভ্যালিডেটেস ৬.৭ ইঞ্চি ১০ বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫K রেজোলিউশন, সর্বোচ্চ ৪,৫০০ নিট উজ্জ্বলতা, ওয়াটার টাচ ও এইচডিআর ১০+ সার্টিফিকেশন সমর্থন করবে।
মটোরোলা এজ ৬০ ফিউশনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট রয়েছে। এতে ২.৬০ গিগাহার্টজের চারটি কর্টেক্স এ৭৮ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের আরও চারটি কর্টেক্স এ৫৫ কোর বর্তমান। ফোনটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। এমএলটি এসটিডি ৮১০ এসটিডি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং আইপি৬৯ রেটেড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস মিলবে।
ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। ৪কে ভিডিও রেকর্ডিং সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে রান করবে। এটি চারটি ওএস আপগ্রেড ও চার বছরের সিকিঅরিটি প্যাচ আপডেট পাবে।
Motorola Edge 60 Fusion-এর ব্যাটারি ক্যাপাসিটি হবে ৫,৫০০ এমএএইচ, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করবে৷ এটি সার্কেল টু সার্চ ছাড়াও AI ম্যাজিক ইরেজার এবং AI ম্যাজিক এডিটর ফিচার অফার করবে। ফোনটি ভারতে ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। এটি নীল, গোলাপী এবং বেগুনি রঙে উপলব্ধ হতে পারে।