এপ্রিলে চালুর পথে রুবি-বেলেঘাটা মেট্রো! কত হবে ভাড়া?
শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস অর্থাৎ এপ্রিলেই হয়তো আরও এক রুটে পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। সূত্রের খবর যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪শে এপ্রিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শেষ ২.৬ কিলোমিটার অংশ এবং অরেঞ্জ লাইনের ৪.৫ কিলোমিটার রুবি-মেট্রোপলিটন অংশ (Ruby Beleghata Metro) উদ্বোধন করতে পারেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এদিকে এই অংশে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে বাইপাস সংলগ্ন যাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সিআরএস, ভারতের যেকোনো নতুন মেট্রো লাইনের রাজস্ব পরিচালনার জন্য বাধ্যতামূলক সুরক্ষা কার্যক্রম প্রদান করে। অরেঞ্জ লাইনের নতুন অংশটি প্রায় এক বছর আগে সিআরএস অনুমোদন পেয়েছে। তবে, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল), যা ২৯ কিলোমিটার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্প, যা অরেঞ্জ লাইন নামেও পরিচিত, বাস্তবায়ন করছে, সেক্টর ভি পর্যন্ত আরও ৪ কিলোমিটার সম্পন্ন করার চেষ্টা করে করিডোরের দ্বিতীয় ধাপ সংশোধন করেছে। এটি এখন মূল দ্বিতীয় ধাপের পরিকল্পনায় ফিরে এসেছে।
অরেঞ্জ লাইনের রুবি-বেলেঘাটা সেকশন চালু হওয়ার ফলে যাত্রীরা উত্তর-দক্ষিণ লাইনের টার্মিনাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে সায়েন্স সিটিতে অরেঞ্জ লাইনের বরুণ সেনগুপ্ত স্টেশন অথবা ইএম বাইপাসের মেট্রোপলিটনে বেলেঘাটা স্টেশন পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার ভ্রমণ করতে পারবেন। যাত্রার খরচ হতে পারে আনুমানিক ৪৫ টাকা।
মেট্রোর একজন কর্মকর্তা জানানো, ‘আমাদেরকে মঙ্গলবার ৮ এপ্রিল অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা বিভাগের একটি দলের পরিদর্শন এবং ১৪ এপ্রিল সিআরএস পরিদর্শনের জন্য এসপ্ল্যানেড-শিয়ালদা অংশটি প্রস্তুত রাখতে বলা হয়েছিল। প্রধানমন্ত্রী ২৪ এপ্রিল এই অংশটি উদ্বোধন করার কথা রয়েছে। কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর পরিকল্পনা পরিবর্তন হতে পারে।” শহরের দ্রুত পরিবহন নেটওয়ার্ক পরিচালনাকারী মেট্রো রেলওয়ের মুখপাত্ররা নতুন মেট্রো লাইন চালু করার কথা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর আসন্ন সিআরএস পরিদর্শন বা গ্রিন লাইনের শেষ ধাপের বিষয়টি নিশ্চিত করছেন না।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর শেষ ২.৬ কিলোমিটার অংশের উদ্বোধন শহরের জন্য একটি মাইলফলক হবে, কারণ যাত্রীরা হুগলির নীচে সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান জুড়ে ১৬.৬ কিলোমিটার ভ্রমণ করতে পারবেন। এই করিডোরে দৈনিক ৭ লক্ষ যাত্রী যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেডে ব্লু লাইনের (যা প্রতিদিন প্রায় ৫.৫ লক্ষ মানুষ ব্যবহার করে) সাথে একটি সংযোগ রয়েছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি…
সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরিজীবীদের জন্য আসতে চলেছে এবার নতুন বেতন কাঠামো। তবে এবার শুধু…
প্রতিমাসের ন্যায় AnTuTu মার্চ 2025 এর অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই রিপোর্ট প্রকাশ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 7 এপ্রিল দিনটি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত দিন বলেই মনে করেন অনেকে।…
বর্তমান সময়ে অনেকেই সহজে অনলাইনে আয় বা বিনিয়োগের সুযোগ খুঁজে থাকেন। কিন্তু এই সুযোগের আড়ালেই…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কলকাতা মেট্রো এখন নিত্যযাত্রীদের কাছে এক অন্যতম পরিবহন…
This website uses cookies.