Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন নিয়ে বাজারে নামতে চলেছে। ফোনের নিরিখে ২০২৫ সালের এপ্রিল একটি রোমাঞ্চকর মাস হতে চলেছে। আজকাল-কার ট্রেন্ড মেনে ঠাসা ফিচার সমৃদ্ধ একাধিক স্মার্টফোন আসতে চলেছে আগামী মাসে। কোন কোন সেই মডেল, চলুন জেনে নেওয়া যাক।
এপ্রিলে লঞ্চ হতে চলেছে এই সমস্ত স্মার্টফোন
Samsung Galaxy S25 Edge
স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে অনেক প্রিমিয়াম ফিচার থাকবে। এর ফ্রেম ৫.৮৪ মিমি পুরু, যার অর্থ হল আপনি একটি ছোট ব্যাটারি দেখতে পাবেন। পিছনে কম ক্যামেরা থাকবে। এতে সম্ভবত ৬.৬৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাস মডেলের ৬.৭ ইঞ্চি প্যানেলের মতোই অনুরূপ।
iQOO Z10 5G
আইকিউ জেড১০ ৫জি এপ্রিল মাসে লঞ্চ হওয়ার কথা। টিজার অনুযায়ী, এই স্মার্টফোনে চমক হিসেবে থাকবে বিশাল ৭৩০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও স্ন্যাপড্রাগন ৭ জেনে ৪ প্রসেসর এবং ১.৫কে রেজোলিউশন-সহ ওলেড ডিসপ্লে থাকার কথা রয়েছে।
Motorola Edge 60 Fusion
মোটোরোলা এজ ৫০ ৬০ ফিউশনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২৯ হার্টজ এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চলবে বলে শোনা যাচ্ছে। মূল ক্যামেরা পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল এবং সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo X200 Ultra
লঞ্চ হতে চলেছে এক্স সিরিজের আরও এক মডেল ভিভো এক্স২০০ আলট্রা। এই ফোনে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেল সনি LYT-৮১৮ সেন্সর, যার মধ্যে একটি ১৪ মিমি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি ৩৫ মিমি লেন্স। এছাড়াও একটি ২০০ মেগাপিক্সেল স্যামসাং এইচপি৯ সেন্সর থাকবে, যার মধ্যে একটি ৮৫ মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যাবে। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo Find X8 Ultra
২০২৫ সালের এপ্রিল মাসে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৮ আলট্রা। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, আরও একটি টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে বলে জানা গিয়েছে। তবে এটি প্রথমে চীনের বাজারে লঞ্চ হবে।