লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এপ্রিলে বাজারে ঝড় তুলবে Vivo, Samsung, Motorola এর এই স্মার্টফোনগুলি, থাকবে তুখোড় সব ফিচার্স

Published on:

Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন নিয়ে বাজারে নামতে চলেছে। ফোনের নিরিখে ২০২৫ সালের এপ্রিল একটি রোমাঞ্চকর মাস হতে চলেছে। আজকাল-কার ট্রেন্ড মেনে ঠাসা ফিচার সমৃদ্ধ একাধিক স্মার্টফোন আসতে চলেছে আগামী মাসে। কোন কোন সেই মডেল, চলুন জেনে নেওয়া যাক।

এপ্রিলে লঞ্চ হতে চলেছে এই সমস্ত স্মার্টফোন

Samsung Galaxy S25 Edge

স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে অনেক প্রিমিয়াম ফিচার থাকবে। এর ফ্রেম ৫.৮৪ মিমি পুরু, যার অর্থ হল আপনি একটি ছোট ব্যাটারি দেখতে পাবেন। পিছনে কম ক্যামেরা থাকবে। এতে সম্ভবত ৬.৬৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাস মডেলের ৬.৭ ইঞ্চি প্যানেলের মতোই অনুরূপ।

READ MORE:  স্যামসাংয়ের ইতিহাসে প্রথমবার! Galaxy S26 Ultra আসছে 7000mAh ব্যাটারির সাথে? | Samsung Galaxy S26 Ultra Battery Upgrade 7000mah

iQOO Z10 5G

আইকিউ জেড১০ ৫জি এপ্রিল মাসে লঞ্চ হওয়ার কথা। টিজার অনুযায়ী, এই স্মার্টফোনে চমক হিসেবে থাকবে বিশাল ৭৩০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও স্ন্যাপড্রাগন ৭ জেনে ৪ প্রসেসর এবং ১.৫কে রেজোলিউশন-সহ ওলেড ডিসপ্লে থাকার কথা রয়েছে।

Motorola Edge 60 Fusion

মোটোরোলা এজ ৫০ ৬০ ফিউশনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২৯ হার্টজ এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চলবে বলে শোনা যাচ্ছে। মূল ক্যামেরা পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল এবং সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

READ MORE:  Amazon Sale: ৫০ হাজার টাকা ছাড়ে Samsung Galaxy S25 Ultra ফোন, অফার হাতছাড়া করলে পস্তাবেন | Samsung Galaxy S25 Ultra Discount Offer

Vivo X200 Ultra

লঞ্চ হতে চলেছে এক্স সিরিজের আরও এক মডেল ভিভো এক্স২০০ আলট্রা। এই ফোনে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেল সনি LYT-৮১৮ সেন্সর, যার মধ্যে একটি ১৪ মিমি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি ৩৫ মিমি লেন্স। এছাড়াও একটি ২০০ মেগাপিক্সেল স্যামসাং এইচপি৯ সেন্সর থাকবে, যার মধ্যে একটি ৮৫ মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যাবে। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

READ MORE:  Flipkart Month End Mobile Festival Sale: মাত্র ৭৯৯৯ টাকা থেকে 5G ফোন, ধামাকা সেলে অতি সস্তায় স্যামসাং, ভিভোর মোবাইল | Flipkart Smartphone Offer

Oppo Find X8 Ultra

২০২৫ সালের এপ্রিল মাসে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৮ আলট্রা। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, আরও একটি টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে বলে জানা গিয়েছে। তবে এটি প্রথমে চীনের বাজারে লঞ্চ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.