লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এপ্রিলে বাজার কাঁপাতে লঞ্চ হবে একগুচ্ছ স্মার্টফোন, আসছে Samsung Galaxy S25 Edge, Realme 14 সিরিজ | Upcoming Smartphones in April 2025

Published on:

এপ্রিলে লঞ্চ হবে Samsung Galaxy S25 Edge, Motorola Edge 60 Fusion এর মতো একাধিক প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ডিভাইস।

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: মাস পেরোলেই স্মার্টফোনের বাজারে একগুচ্ছ নতুন ডিভাইস নিয়ে ঝাঁপাতে চলেছে ব্র্যান্ডগুলি। নতুন অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ এপ্রিলে লঞ্চ হবে Samsung Galaxy S25 Edge, Motorola Edge 60 Fusion এর মতো একাধিক প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ডিভাইস। ইতিমধ্যে ২০২৫ এর প্রথম তিন মাসে একাধিক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে। তবে এপ্রিলেও থামছে না কোম্পানিগুলি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে আগামী মাসে।

এপ্রিলে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি

iQOO Z10

iQOO এদিন নিশ্চিত করেছে যে, iQOO Z10 ভারতে ১১ এপ্রিল আত্মপ্রকাশ করবে। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির মধ্যে নতুন ব্যাটারি চ্যাম্পিয়ন স্মার্টফোন হবে বলে দাবি করা হয়েছে। কারণ এই ফোনে পাওয়া যাবে ৭৩০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, যা এটিকে আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে সবথেকে বেশি শক্তির স্মার্টফোন করে তুলবে।

READ MORE:  Mobile Phone: বাজেট নিয়ে চিন্তা নেই? Samsung, Oppo, OnePlus সহ বাজারের সেরা ৮ ফোন পাওয়া যাচ্ছে সস্তায় | Smartphones Under 40000 Rupees

iQOO Z10x

iQOO Z10x লঞ্চ হতে পারে এপ্রিলের প্রথমার্ধে। স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বেস মডেলের সাথে ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট প্রসেসর এবং ৪৪ ওয়াট চার্জিং-সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি।

Realme 14 Series

রিয়েলমি আগামী মাসের ১৫ তারিখ রিয়েলমি ১৪ সিরিজ ৫জি লঞ্চ করতে চলেছে। রিয়েলমি ১৪ ৫জি প্রথম ডিভাইস হবে যেখানে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট থাকবে। এটি যে অতুলনীয় গেমিং পারফরম্যান্স প্রদান করবে তা বলার অপেক্ষা রাখে না। এতে ফ্রি ফায়ার এবং আরও অনেক উন্নত গেমের জন্য ১২০ FPS ল্যাগ-ফ্রি গেমপ্লে সমর্থন মিলবে।

READ MORE:  স্যামসাং গ্যালাক্সি এস২৫ নাকি ভিভো এক্স২০০ ফোন সেরা

CMF Phone 2

২০২৫ সালের এপ্রিলে CMF Phone 2 লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে নাথিং। কয়েকদিন আগে, একজন রেডিট ব্যবহারকারী CMF Phone 2 এর পিছনের ডিজাইনের কিছু ছবি শেয়ার করেছেন। এতে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ।

Motorola Edge 60 Fusion

মোটোরোলা ভারতে Moto Edge 60 Fusion স্মার্টফোনের মাধ্যমে Edge 60 লাইনআপের সূচনা করতে চলেছে। Moto Edge 60 Fusion নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙে পাওয়া যাবে। এগুলি সবই Pantone-অনুপ্রাণিত। স্মার্টফোনটির পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ।

Samsung Galaxy S25 Edge

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ১৬ এপ্রিল লঞ্চ হতে পারে। এটি ব্র্যান্ডের সবচেয়ে স্লিম এস-সিরিজ স্মার্টফোন। মাত্র ৫.৮৪ মিমি পুরু এবং ১৬২ গ্রাম ওজন হবে এর। গ্যালাক্সি এস২৫ এজ মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট প্রসেসর এবং ৬.৬৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

READ MORE:  DeepSeek AI প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসছে Infinix Note 50 সিরিজ | Infinix Note 50 Pro Plus TUV Certification Reveals

উপরোক্ত স্মার্টফোনগুলি ছাড়াও এপ্রিলে লঞ্চ হতে পারে – Vivo V50e, Poco F7 Series, OnePlus 13 Mini/OnePlus 13T, Vivo X200 Pro Mini, Oppo Find X8 Ultra, Oppo Find X8s, Oppo Find X8s+, Vivo X200 Ultra, Vivo X200s, Vivo T4 5G, Infinix Note 50 Pro+, Vivo Y300 Pro+, Moto Razr 60 Series, এবং
Realme Narzo 80 Pro।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.