এপ্রিলে বিশাল সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে Redmi, আসছে 7,550mAh ব্যাটারির দুর্দান্ত ফোন
শাওমি সম্প্রতি একটি লাইভ ব্রডকাস্টে নিশ্চিত করেছে যে, তাদের সাব-ব্র্যান্ড রেডমি এপ্রিলে লম্বা ব্যাটারি লাইফ সহ একটি নতুন হাই-পারফরম্যান্স স্মার্টফোন লঞ্চ করবে। সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও ফোনটির নাম প্রকাশ না করলেও, সেটি Redmi Turbo 4 Pro হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড Redmi Turbo 4 জানুয়ারিতে Dimensity 8400 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। যেখানে আপকামিং প্রো ভেরিয়েন্টে Snapdragon 8s Elite প্রসেসর থাকবে বলে জল্পনা চলছে। লঞ্চের আগে ফোনটির আরও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।
এক চীনা টিপস্টারের দাবি, রেডমি টার্বো ৪ প্রো ফোনে ১.৫K রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন থাকবে। যদিও ডিসপ্লে ঠিক কী ধরনের হবে সেটা উল্লেখ করা হয়নি, তবে এটি টার্বো ৪-এর মতো একটি ওলেড স্ক্রিন হবে বলে মনে হচ্ছে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, এটি একটি এলটিপিএস প্যানেল হবে যার চার পাশে পাতলা বেজেল থাকবে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। নিরাপত্তার জন্য, এতে শর্ট-ফোকাস ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা হবে।
রেডমি টার্বো ৪ প্রো আপকামিং ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসরে চলবে। সাথে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। বড় ব্যাটারি থাকার ফলে ফোনটির ওজন ২১০ গ্রাম ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জল এবং ধুলো থেকে রক্ষার জন্য আইপি৬৯ রেটেড চ্যাসিস থাকবে ফোনটিতে। ড্যুরাবিলিটি বাড়াতে মেটালের মিডল ফ্রেম ব্যবহার হতে পারে। পিছনে গ্লাস প্যানেল দেখা যেতে পারে।
উল্লেখ্য, চীনের বাইরের মার্কেটগুলিতে Redmi Turbo 4-এর নাম পরিবর্তন করে Poco X7 Pro হিসেবে বিক্রি হবে। পোকো এই মাসের শেষের দিকে বিশ্ব বাজারে Snapdragon 8 Gen 3 এবং Snapdragon 8 Elite চিপসেট দিয়ে Poco F7 Pro ও F7 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর Poco F7 মে মাসে Redmi Turbo 4 Pro মডেলটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.