লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এপ্রিলে লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S25 Edge-এর দাম, সস্তা হবে কি?

Published on:

Samsung Galaxy S25 Edge অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলেই লঞ্চ হয়ে যেতে পারে। এটি সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টেও প্রদর্শিত হয়েছে। আর এখন একটি সূত্র বহু প্রত্যাশিত এই স্মার্টফোনের দাম সহ নানা তথ্য ফাঁস করেছেন। এতে Snapdragon 8 Elite প্রসেসর, পাতলা ডিজাইন এবং Galaxy S25+ এর তুলনায় হালকা বিল্ড থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, ট্রিপল ক্যামেরা সিস্টেমের পরিবর্তে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  ১২ জিবি পর্যন্ত র‌্যাম, কত দাম রাখা হবে Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর

Samsung Galaxy S25 Edge: দাম

জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন, গ্লোবাল মার্কেটে গ্যালাক্সি এস২৫ এজ+ এর দাম এস২৫+ মডেলটির মতোই হবে। যদি এই খবর সত্যি হয় তাহলে ডিভাইসটির মূল্য ৯৯৯ ডলারের আশেপাশে থাকতে পারে, যা ভারতীয় মূল্যে প্রায় ৮৭,১৫০ টাকা। জানিয়ে রাখি, এটি স্যামসাংয়ের সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ মডেল হতে চলেছে। ফোনটির পুরুত্ব ৫.৮৪ মিলিমিটারের কাছাকাছি থাকবে। ওজন হবে ১৬২ গ্রাম।

READ MORE:  Vivo Y300t Battery: এপ্রিলের আগে আরও একটি দারুণ ফোন আনছে Vivo, থাকবে 6500mAh ব্যাটারি | Vivo Y300t Launch Date

Samsung Galaxy S25 Edge: স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে। এটি কোয়াড-এইচডি+ রেজোলিউশন সহ অ্যামোলেড প্যানেল হবে। ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এগুলির বৈশিষ্ট্য অজানা থাকলেও, স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফটোগ্রাফি বৈশিষ্ট্য সহ হাই-রেজোলিউশনের প্রাথমিক সেন্সর ব্যবহার করতে পারে।

ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ থাকবে। মসৃণ কর্মক্ষমতার জন্য ১২ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। সফটওয়্যারে দিক থেকে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক প্রতিবেদনগুলি থেকে জানা যাচ্ছে যে, স্যামসাং পিছনের প্যানেলে কাচের পরিবর্তে সিরামিক উপাদান ব্যবহার করতে পারে, যা একে ড্রপ এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করবে।

READ MORE:  অনবদ্য ক্যামেরার সঙ্গে দুই নতুন স্মার্টফোন আনছে Oppo, দূরের ছবিও উঠবে ঝকঝকে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.