এপ্রিলে হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে বাতিল একগাদা ট্রেন! তালিকা দিল পূর্ব রেল
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমনকে ঘিরে ঘিরে হাজারও উৎসব পালন করা হয়ে থাকে এই দিনে। তাই তার তোড়জোড় শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। অনেকে এই নববর্ষ পরিবারের সঙ্গে উদযাপনের জন্য বাইরে থেকে কাজের ছুটি নিয়ে চলে আসে এখানে। খুশির মহল ছড়িয়ে পড়ে আনাচে কানাচে। কিন্তু এই আবহে ফের একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। যা দেখে মাথায় হাত সকলের।
প্রতিমাসেই কোনও না কোনও কারণে বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) করে থাকে ভারতীয় রেলওয়ে। কখনও লাইনে মেরামতি , কখনও আবার সিগনালের কাজ এছাড়াও কখনও কোনও ট্রেন দুর্ঘটনার কারণে বাতিল করে দেওয়া হয় ট্রেন। দুর্ভোগে পড়ে যাত্রীরা। তাই সেই দুর্ভোগে আগে ভাগে যাতে পড়তে না হয় তার জন্য ট্রেন যাত্রীদের উদ্দেশে ট্রেন বাতিলের নোটিশ আগে দিয়ে দেয়। সম্প্রতি সেই নোটিশ সূত্রে জানা গিয়েছে পয়লা বৈশাখের আগে হাওড়া- শালিমার-সাঁতরাগাছি থেকে লাইন মেরামতির কাজ একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে।
১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে ৬৮৭৩৬ বিলাসপুর-রায়গড় মেমু বাতিল করা হয়েছে। পাশাপাশি রায়গড় থেকে ৬৮৭৩৫ রায়গড়-বিলাসপুর মেমু বাতিল। এছাড়াও টাটানগর থেকে চলা ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ৬৮৭৩৭ রায়গড়-বিল্লাসপুর পর্যন্ত মেমু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বিলাসপুর থেকে চলা ৬৮৭৩৮ বিলাসপুর-রায়গড় মেমু বাতিল করা হয়েছে। ১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ও বাতিল করা হয়েছে। অন্যদিকে ১১ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ২২ এপ্রিল এবং ২৫ এপ্রিল দারভঙ্গা থেকে চলা ১৭০০৮ দারভঙ্গা-সিকান্দ্রাবাদ এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে, ৮ এপ্রিল, ১২ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২২ এপ্রিল সেকেন্দ্রাবাদ থেকে চলা ১৭০০৭ সিকান্দ্রাবাদ-দারভঙ্গা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাটিয়া থেকে চলা ১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ১২ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২৩ এপ্রিল কুর্লা থেকে চলা ১২৮৭৯ কুর্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল পাটনা থেকে চলা ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস বাতিল। পাশাপাশি ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ২০ এপ্রিল এবং ২১ এপ্রিল এলটিটি থেকে চলা ১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবে শুধু এই সকল এক্সপ্রেস ট্রেন যে বাতিল তা নয়, তার সঙ্গে বাতিল বাংলার একাধিক এক্সপ্রেস ট্রেন।
৬ এপ্রিল এবং ২৩ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে। ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল পোরবন্দর থেকে চলা ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস বাতিল। ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল বাতিল ১২১৫১ এলটিটি-শালিমার এক্সপ্রেস বাতিল। ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাওড়া থেকে চলা ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস বাতিল। ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে চলা ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল। ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলা ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস বাতিল। ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে চলা ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল। ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল মুম্বাই থেকে চলা ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল।
পাশাপাশি ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল। ১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল জবলপুর থেকে চলা ২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেসও বাতিল। ১৪ এপ্রিল এবং ২১ এপ্রিল পুণে থেকে চলা ২০৮২১ পুণে-সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল। ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল এলটিটি থেকে চলা ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল।১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলা ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস বাতিল। ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল মুম্বাই থেকে চলা ১২৮৬৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেসটি বাতিল। এবং ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল হাওড়া থেকে চলা ১২৮৭০ হাওড়া-মুম্বই এক্সপ্রেসটি বাতিল করা হয়েছে।
3D কার্ভড ডিসপ্লের ফোন কিনতে চাইলে অ্যামাজনের ডিল একদম হাতছাড়া করবেন না। এই ডিলটি iQOO…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
সানাম তেরি কাসম, তারা বনাম বিলাল, দি মিরান্ডা ব্রাদার্স এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে…
Jio এবং Airtel তাদের গ্রাহকদের প্রিপেইড, পোস্টপেইড এবং ডেটা প্যাক রিচার্জ করার সুবিধা দেয়। এর…
Hyundai তাদের বিলাসবহুল সেডান Verna এর উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এরফলে ভারনার MY2024 এবং…
হিরো মোটোকর্প আজ ভারতে Karizma XMR 210 এর দুটি নতুন হাই-স্পেক ভ্যারিয়েন্ট লঞ্চ করল। কিছু…
This website uses cookies.