লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এপ্রিল মাসে ১৪ দিন বন্ধ ব্যাংক, দেখে নিন একনজরে ছুটির তালিকা

Published on:

ব্যাংক (Bank) আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এক অংশ। ছোট-বড় সমস্ত লেনদেনের জন্যই আমাদের ব্যাংকের দ্বারস্থ হতে হয়। কিন্তু যদি এমন হয় যে, আপনি ব্যাংকে গেলেন, কিন্তু ব্যাংক বন্ধ। তাহলে তখন সমস্যা হতে পারে। তাই আগে থেকেই ব্যাংকের ছুটি সম্পর্কে অবগত থাকা খুবই জরুরী। 

জানলে অবাক হবেন, এপ্রিল মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে বিভিন্ন সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং আঞ্চলিক উৎসবের বিভিন্ন ছুটি। তাই কবে কবে ব্যাংক বন্ধ থাকবে এবং কোন কোন দিন লেনদেন করা যাবে না, চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।

এপ্রিল মাসে ১৪ দিন ব্যাংক বন্ধ কেন? 

প্রথমত ১লা এপ্রিল, ২০২৫ ব্যাংকিং সংস্থাগুলোর হিসাব নিকাশ করার দিন। তাই এই দিন দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। কারণ ব্যাংকের নতুন অর্থবছর এই দিন থেকে শুরু হবে। এর পরেও এপ্রিল মাসের বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে আরো ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে চিন্তার কোন রকম কারণ নেই। এই সময়ে এটিএম থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সমস্ত কিছুই ব্যবহার করা যাবে।

READ MORE:  নতুন আয়কর বিল ২০২৫: বাড়ি বিক্রি, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে TDS-এ বড় পরিবর্তন আসছে

কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক?

২০২৫ সালের এপ্রিল মাসের ব্যাংকের সমস্ত ছুটির তালিকা নিচে দেওয়া হল-

১লা এপ্রিল, মঙ্গলবার বার্ষিক হিসাবনিকাশের দিন হিসাবে সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে। 

৬ই এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটি এবং রামনবমীর কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 

১০ই এপ্রিল, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর কারণে সরকারি ছুটি রয়েছে। 

READ MORE:  UPSC Recruitment 2025:UPSC-এর মাধ্যমে সেনাবাহিনীতে প্রচুর শূন্যপদে BSF, CRPF, CISF নিয়োগ | Job News

১২ই এপ্রিল, শনিবার মাসের দ্বিতীয় শনিবারের জন্য ব্যাংক বন্ধ থাকবে।

১৩ই এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে। 

১৪ই এপ্রিল, সোমবার ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। 

১৮ই এপ্রিল, শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 

২০ই এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২৬শে এপ্রিল, শনিবার মাসের চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 

২৭শে এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে। 

এছাড়া বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণেও বিভিন্ন দিন বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ রয়েছে। যেমন-

১৫ই এপ্রিল, সোমবার পয়লা বৈশাখের কারণে কলকাতা, আগরতলা, গুয়াহাটি, ইটানগর, সিমলা ইত্যাদি জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। 

READ MORE:  বিদেশ ভ্রমণের আগে জেনে নিন! রাজ্য চালু করলো পাসপোর্টের নয়া নিয়ম

১৬ই এপ্রিল, মঙ্গলবার বোহাগ বিহু উপলক্ষে গুয়াহাটিতে ব্যাংক বন্ধ থাকবে। 

২১শে এপ্রিল, সোমবার আগরতলায় গড়িয়া পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 

১৯শে এপ্রিল, মঙ্গলবার ভগবান শ্রী পরশুরামের জন্মজয়ন্তী উপলক্ষে কিছু রাজ্য ব্যাংক বন্ধ থাকবে। 

৩০শে এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে ব্যাঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে। 

তবে এক্ষেত্রে বলে রাখি, এই ছুটি সারাদেশে প্রযোজ্য নয়। কিছু ছুটি নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য। তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই নিজের শহরের ব্যাংকের ছুটির তালিকা দেখে নিয়ে তারপরে ব্যাংকে যান। আপনার এলাকায় ব্যাংক বন্ধ থাকবে কিনা জানতে RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন। অথবা ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে জানতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.