এপ্রিল মাস থেকে মিলবে না গ্যাসের ভর্তুকি, এখনই এই কাজটি সেরে ফেলুন

দেশজুড়ে রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়ে চলেছে। আর এর মধ্যে কেন্দ্র সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেতে হলে এবার বাধ্যতামূলকভাবে আধার কার্ড লিঙ্ক করতে হবে। যারা এখনো এই কাজ করেননি, তারা ৩১শে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট না করলে আর ভর্তুকি মিলবে না। 

সরকারি সূত্রের খবর অনুযায়ী, বহু ভুয়ো গ্রাহক ভর্তুকির সুবিধা গ্রহণ করছে। ফলে প্রকৃত উপভোক্তারা এই সুবিধা পাচ্ছে না। তাই কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনি এখনো আপনার এলপিজি কেওয়াইসি আপডেট না করে থাকেন, তাহলে সময় মতো এটি সেরে ফেলুন। নাহলে এপ্রিল মাস থেকে আর ভর্তুকি মিলবে না।

READ MORE:  ভবিষ্যতের জন্য নিরাপদ আয় চান? LIC-এর এই স্কিমে এখনই বিনিয়োগ করুন

কেন নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত?

সরকারের এই নিয়ম চালুর পিছনে অন্যতম কারণগুলি হল-

  • ভুয়ো গ্রাহকদের সংখ্যা কমিয়ে আনা।
  • প্রকৃত উপভোক্তাদের ভর্তুকি নিশ্চিত করা।
  • এলপিজি ডিস্ট্রিবিউটর সিস্টেমকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা।

অনেকেই হয়তো জানেন না যে, ২০২৩ সালে সেপ্টেম্বর মাস থেকে রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু আজও প্রায় ৪০% গ্রাহক এখনো এই কাজ করেনি। তাই এবার এই কড়া সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্র সরকার।

READ MORE:  Business Idea: সবারই প্রয়োজন, মাত্র ২০ হাজারে শুরু করুন সবথেকে চাহিদার ব্যবসা! মাসে আয় হবে ১ লাখ | Business Idea to make Rs 1.5 Lakh every month with Rs 20000 Investment

কীভাবে করবেন কেওয়াইসি আপডেট?

আপনি এলপিজি কেওয়াইসি আপডেট করতে হলে নিম্নলিখিত যেকোন একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।

  • অনলাইনের মাধ্যমে আপডেট করতে হলে আপনার গ্যাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট লিংক করতে পারেন।
  • গ্যাস ডিলারের মাধ্যমে করতে হলে আপনার নিকটস্থ গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আধার কার্ড ও ব্যাংক একাউন্টের তথ্য আপডেট করতে হবে। 
  • এছাড়া সাইবার ক্যাফে বা অনলাইনের দোকানে গিয়েও এই কাজ সম্পন্ন করতে পারবেন। 
READ MORE:  BTSC Recruitment 2025: স্বাস্থ্য দপ্তরে ৩৬২৩ শূন্যপদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে | Bihar Technical Service Commission Recruitment

কেওয়াইসি না করলে কী সমস্যা হবে?

যদি আপনি আগামী ৩১শে মার্চের মধ্যে এলপিজি গ্যাসের সঙ্গে কেওয়াইসি আপডেট না করে থাকেন, তাহলে এলপিজি সিলিন্ডারের আর কোনোরকম ভর্তুকি পাবেন না। পাশাপাশি এলপিজি বুকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। 

সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাদের ব্যাঙ্ক একাউন্টের তথ্য ঠিকভাবে আপডেট করা নেই তাদেরও এই কাজ দ্রুত সারতে হবে। নাহলে আগামীদিনে আরো বড় সমস্যায় পড়তে পারেন। তাই এপ্রিল মাস থেকে ভর্তুকি পেতে চাইলে এখনই এই কাজটি সেরে ফেলুন।

Scroll to Top