সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন টালমাটাল অবস্থা। আর এই আবহে অনেক পড়ুয়া এবং অভিভাবকরা মনে করেছিল যে, উচ্চ মাধ্যমিকের ফল (HS Result 2025) প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। ফল প্রকাশ নিয়ে চলছিল এতদিন বিভিন্ন জল্পনা-কল্পনা। কিন্তু এবার সেই দুশ্চিন্তার অবসান ঘটেছে। হ্যাঁ, শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
স্বল্প সময়ের মধ্যেই এবার ফল প্রকাশ!
প্রসঙ্গত জানিয়ে রাখি, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ এবং শেষ হয়েছিল ১৮ মার্চ। পর্ষদ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, আগামী মে মাসের ১৫ তারিখে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। অর্থাৎ, হিসাব বলছে মাত্র ৫৮ দিনের মধ্যেই এবার ফলাফল প্রকাশ হচ্ছে। আর বিগত বছরের ফলাফল প্রকাশ করতে সময় লেগেছিল ৬৯ দিন। সেই হিসাবে এবার অনেকটাই এগিয়ে।
এসএসসি মামলার জাল কাটিয়ে সংসদের বিরাট উদ্যোগ
সম্প্রতি 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে 26 হাজার শিক্ষক-শিক্ষিকা একধাক্কায় চাকরি হারিয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন স্কুলের পঠনপাঠন কার্যত ভেঙে পড়ে। আর এই প্রেক্ষাপটে অনেকে ধরে নিয়েছিলেন যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে বিলম্ব হতে পারে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তবে হ্যাঁ, শিক্ষা সংসদের এক আধিকারিক জানিয়েছে যে, ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি অনেক আগেই হয়ে গিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। কোনরকম বিলম্ব হবে না।
ফল প্রকাশের দিনেই কি মার্কশিট মিলবে?
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর ফল প্রকাশের দিন ছাত্র-ছাত্রীদের হাতে সরাসরি মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়নি। পরে স্কুল থেকে নিতে হয়েছিল। এবারও হয়তো এমনটাই হবে আশা করা যাচ্ছে। তবে সংসদ সূত্রে জানানো হয়েছে, চূড়ান্ত দিনক্ষণ এবং মার্কশিট বিতরণ সংক্রান্ত তথ্য খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে। তাই কিছুদিন অপেক্ষা করে যাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনলাইনে দেখার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
১) প্রথমে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbchse.nic.in) যেতে হবে।
২) এরপর হোমপেজে “WB Class 12th Results” অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর নতুন একটি পেজ খুলবে।
৪) এরপর সেখানে আপনার রোল নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে ইনপুট করে “Submit” অপশনে ক্লিক করতে হবে।
৫) সঙ্গে সঙ্গেই স্ক্রিনে আপনার উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন।
তবে প্রসঙ্গত জানিয়ে রাখি, সংসদ নির্দিষ্টভাবে কোনো রকম ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেনি। আশা করা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে মে মাসের ১৫ তারিখেই রেজাল্ট প্রকাশিত হবে, এই হিসাব ধরেই এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।