শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি মেট্রোর (Kolkata Metro) নিত্য যাত্রী? মেট্রো না হলে চলে না? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত খারাপ খবর। আবারও একবার জনপ্রিয় ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট বন্ধ থাকতে চলেছে। তাও কিনা টানা আড়াই দিনের জন্য! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম দিনের আলোর মতো সত্যি। আর এর জেরে লক্ষ লক্ষ মেট্রো যাত্রীর ব্যাপক সমস্যা হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে। কবে থেকে বন্ধ থাকবে পরিষেবা? আর কেনই বা বন্ধ থাকবে? সব খুঁটিনাটি জেনে নিন এখনই।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী ৭ মার্চ শুক্রবার সন্ধে সাতটা থেকে সোমবার ১০ মার্চ সকাল সাতটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকতে পারে মেট্রো চলাচল। আসলে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটে মেট্রো চালাতে জোরকদমে কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো চলতি বছরেই এই রুটে শুরু হতে পারে পরিষেবা। মেট্রো রেলওয়ে কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর আসন্ন এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশটি পরিদর্শন শুরু করেছে ।
এক রিপোর্ট অনুসারে, এই জরিপটি একটি স্ট্যাটাস রিপোর্ট তৈরির জন্য অপরিহার্য, যা কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস) এর চূড়ান্ত পরিদর্শনের আগে জমা দিতে হবে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে একটি স্বাধীন কর্তৃপক্ষ, সিআরএস, নতুন মেট্রো লাইন যাত্রী পরিষেবা শুরু করার আগে সুরক্ষা ছাড়পত্র প্রদান করে। এই সিআরএস ছাড়া মেট্রো এক চুলও নড়তে পারবে না। যাইহোক, কলকাতার মেট্রো সিস্টেম পরিচালনাকারী মেট্রো রেলওয়ে সম্প্রতি শেষ ২.৬ কিলোমিটার অংশের মূল্যায়ন শুরু করেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নজরে বৌবাজার অংশ
মেট্রোর নজরে রয়েছে বৌবাজার অংশ।শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুট জুড়তে পুরোপুরি তৈরি এই বৌবাজার। যদিও কাজ কতটা সম্পূর্ণ হয়েছে সেটাই খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আড়াই দিন ধরে চলবে খুঁটিনাটি পর্যবেক্ষণের কাজ। তাই শুক্রবার সন্ধে সাতটার পর আর গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু-তে কোনও মেট্রো চলাচল করবে না বলে খবর।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শেষ মেট্রো ছাড়বে শুক্রবার সন্ধ্যে ৭টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়তে পারে সন্ধ্যে ৭টা ৩ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশে শেষ মেট্রো রওনা দিতে পারে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে।
চালুর মুখে এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো?
মেট্রো করিডোর বাস্তবায়নকারী কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসি) এই প্রক্রিয়াটি তদারকি করছে। সম্পন্ন হলে, করিডোরটি সেক্টর ভি থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ হবে। বর্তমানে, ইস্ট-ওয়েস্ট মেট্রো দুটি বিচ্ছিন্ন বিভাগে কাজ করে:
- ৯.২ কিমি: শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ।
- ৪.৮ কিমি: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান।
শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে ২.৬ কিলোমিটার সংযোগ এখনও সম্পন্ন হয়নি, যার ফলে পুরো রুটটি একটি অবিচ্ছিন্ন অংশ হিসাবে কাজ করতে পারে না।