এবার থেকে রবিবার সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। এবার আপনারও যদি রবিবার করে মেট্রোতে কোথাও যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে আপনাকে এখন অনেকটাই পাঁপড় বেলতে হবে। এর কারণ রবিবার অর্থাৎ ছুটির দিনে মেট্রো পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এবার থেকে রবিবার মিলবে না মেট্রো!

কলকাতা মেট্রো রেলওয়ে ঘোষণা করেছে যে ২৩শে মার্চ থেকে প্রতি রবিবার সমগ্র পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের (East-West Metro) পরিষেবা সম্পূর্ণরূপে বাতিল থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। উন্নত যোগাযোগ-ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ সিগন্যালিং পরীক্ষা চালানোর জন্য এটি করা হচ্ছে। বর্তমানে, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ সেকশনটি রবিবার বন্ধ থাকে।

READ MORE:  Nuclear Battery: অসাধ্য সাধন বিজ্ঞানীদের, তৈরি হল এমন ব্যাটারি যা চলবে টানা ১০০ বছর | Chinese Created Zhulong-1 Battery

এদিকে মেট্রোর সর্বশেষ সিদ্ধান্তের ফলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরটি রবিবার বন্ধ থাকবে, যার ফলে এই রুটের উপর নির্ভরশীল যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন। মেট্রোর এহেন সিদ্ধান্তে কার্যত মাথায় পড়েছে মেট্রো যাত্রীদের। সিবিটিসি সিস্টেম ইন্টিগ্রেশন ১২ জানুয়ারি শুরু হয়েছিল, ২১ জানুয়ারি পশ্চিমমুখী টানেলের মাধ্যমে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে প্রথম পরীক্ষামূলক রান শুরু হয়েছিল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কী বলছে কলকাতা মেট্রো?

এক বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার হাওড়া ময়দান-সল্ট লেক সেক্টর ভি করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, “হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত পুরো পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর (গ্রিন লাইন) জুড়ে CBTC সিস্টেম পরীক্ষা করার জন্য মেট্রো ২৩শে মার্চ থেকে প্রতি রবিবার একটি সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক বাস্তবায়ন করবে।” এর আগে ফেব্রুয়ারিতে, সিগন্যালিং পরীক্ষার জন্য দুটি পর্যায়ে পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের পরিষেবা আট দিনের জন্য স্থগিত করা হয়েছিল। যদিও ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) পরিষেবাগুলি অবাধে চলবে।

READ MORE:  দ্রুত এগোবে মেট্রো পার্পেল লাইনের কাজ, ৬৫০ টন ওজনের টানেল বোরিং মেশিন এল কলকাতায়
Scroll to Top