এবার টানা আড়াই দিন বন্ধ থাকবে পরিষেবা, কবে থেকে? দিনক্ষণ জানাল কলকাতা মেট্রো
শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। এবার আপনারও যদি রবিবার করে মেট্রোতে কোথাও যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে আপনাকে এখন অনেকটাই পাঁপড় বেলতে হবে। এর কারণ রবিবার অর্থাৎ ছুটির দিনে মেট্রো পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
কলকাতা মেট্রো রেলওয়ে ঘোষণা করেছে যে ২৩শে মার্চ থেকে প্রতি রবিবার সমগ্র পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের (East-West Metro) পরিষেবা সম্পূর্ণরূপে বাতিল থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। উন্নত যোগাযোগ-ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ সিগন্যালিং পরীক্ষা চালানোর জন্য এটি করা হচ্ছে। বর্তমানে, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ সেকশনটি রবিবার বন্ধ থাকে।
এদিকে মেট্রোর সর্বশেষ সিদ্ধান্তের ফলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরটি রবিবার বন্ধ থাকবে, যার ফলে এই রুটের উপর নির্ভরশীল যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন। মেট্রোর এহেন সিদ্ধান্তে কার্যত মাথায় পড়েছে মেট্রো যাত্রীদের। সিবিটিসি সিস্টেম ইন্টিগ্রেশন ১২ জানুয়ারি শুরু হয়েছিল, ২১ জানুয়ারি পশ্চিমমুখী টানেলের মাধ্যমে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে প্রথম পরীক্ষামূলক রান শুরু হয়েছিল।
এক বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার হাওড়া ময়দান-সল্ট লেক সেক্টর ভি করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, “হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত পুরো পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর (গ্রিন লাইন) জুড়ে CBTC সিস্টেম পরীক্ষা করার জন্য মেট্রো ২৩শে মার্চ থেকে প্রতি রবিবার একটি সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক বাস্তবায়ন করবে।” এর আগে ফেব্রুয়ারিতে, সিগন্যালিং পরীক্ষার জন্য দুটি পর্যায়ে পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের পরিষেবা আট দিনের জন্য স্থগিত করা হয়েছিল। যদিও ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) পরিষেবাগুলি অবাধে চলবে।
দেশের রেল ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের পর ভারতের ট্র্যাকে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি Krrish এর চতুর্থ ছবি নিয়ে বহুদিন ধরেই চলছে…
জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে লঞ্চের পর, Hero অবশেষে নতুন Xpulse 210 মোটরসাইকেলের বুকিং নেওয়া শুরু…
আপনি যদি কম বাজেটে পাওয়ারফুল প্রসেসরের ল্যাপটপ খোঁজ করেন, তাহলে এসারের নতুন ল্যাপটপ আপনার জন্য…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলে জগত সভায় ফের শ্রেষ্ঠ আসন পেয়েছে…
প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme), তরুণদের জন্য প্রকৃত কাজের অভিজ্ঞতা অর্জনের একটি দুর্দান্ত সুযোগ।…
This website uses cookies.