লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এবার প্ল্যানের দাম বাড়ানোর পথে BSNL? বন্ধ হচ্ছে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান

Updated on:

Bharat Sanchar Nigam Limited: টেলিকম শিল্পে বিএসএনএলের নড়বড়ে অবস্থা নতুন নয়। কিন্তু, সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি, যার ফলে প্রচুর ব্যবহারকারী প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। মূলত, তিনটি কম দামি রিচার্জ প্ল্যান বন্ধ করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। গত বছর মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির পর দলে দলে মানুষ যোগদান করেন বিএসএনএলে। কিন্তু, এবার বেশ কয়েকটি প্ল্যান বন্ধ করতে চলেছে কোম্পানি।

READ MORE:  ১২ মাস FREE কলিং, BSNL-র এই রিচার্জ প্ল্যান রীতিমতো টেক্কা দিচ্ছে জিও, এয়ারটেলকে

এদিন, সোশ্যাল মিডিয়ায়, একজন BSNL ব্যবহারকারী তাদের ফোনে আসা একটি SMS এর স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে কোম্পানি তাদের তিনটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান বন্ধ করে দিচ্ছে। বার্তাটিতে লেখা আছে, “প্রিয় গ্রাহক, প্ল্যান ভাউচার ২০১, ৭৯৭, এবং ২৯৯৯ আগামী ১০.০২.২০২৫ থেকে বন্ধ করে দেওয়া হবে। অন্যান্য ভাউচার সম্পর্কে বিস্তারিত জানতে, দয়া করে সেলফকেয়ার অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার রিচার্জে ২ শতাংশ ছাড় উপভোগ করুন।

READ MORE:  CAG Report: Jio-কে বিলই দেয়নি BSNL! সরকারের ক্ষতি ১৭৫৭০০০০০০০ কোটি | BSNL Fails To Bill Mukesh Ambani's Reliance Jio

তিনটি প্ল্যানের মধ্যে একটি প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। তবে যারা এগুলি ইতিমধ্যে রিচার্জ করেছেন তাদের প্ল্যান সক্রিয় থাকবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সেই প্ল্যানগুলির মেয়াদ পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। তবে তারপর আর সেটি রিচার্জ করা যাবে না।

২০১ টাকার প্ল্যানের ক্ষেত্রে, ব্যবহারকারীরা ৯০ দিনের মেয়াদ পাবেন, কোনও কলিং সুবিধা নেই। অন্যদিকে, ৭৯৭ টাকার প্ল্যানে ৩০০ দিনের মেয়াদ রয়েছে, যার মধ্যে প্রথম ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস সুবিধা রয়েছে। আর ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন, যার মধ্যে ভারতের যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা আছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ১৫১ টাকায় ৩০ দিন, ২ জিবি পর্যন্ত নেট, আর কোথায় পাবেন! বাজার কাঁপাচ্ছে BSNL রিচার্জ প্ল্যান
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.