শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার আরও একটি রুটে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। বর্তমান সময়ে দেশের বেশিরভাগ রাজ্যে বন্দে ভারত ট্রেন চলছে। হাওড়া স্টেশন থেকেও এখন বহু রুটে বন্দে ভারত ট্রেন চলছে। এই নিয়ে খুশির ঠিকানা নেই সাধারণ মানুষের মধ্যে। তবে যতদূর জানা জানা যাচ্ছে, বন্দে ভারত অন্য আরও একটি রুটে চালু হতে পারে। জানতে ইচ্ছুক কোন রুটে ছুটবে নতুন ট্রেন? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
নতুন রুটে ছুটবে বন্দে ভারত?
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রাজ্যের রাজধানী আগরতলা এবং আসামের গুয়াহাটির মধ্যে একটি বন্দে ভারত ট্রেন শুরু করার জন্য অনুরোধ করেছেন। যদি বন্দে ভারত আগরতলা এবং গুয়াহাটির মধ্যে চলাচল করে, তাহলে যাত্রীদের জন্য স্বাভাবিকভাবেই বড় সুখবর হবে। এই ট্রেন চালু হলে দুই রাজ্যের মানুষ অনেকটাই উপকৃত হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বড় দাবি মুখ্যমন্ত্রীর
সম্প্রতি নয়াদিল্লিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী উত্তর-পূর্ব রাজ্যে রেল-সম্পর্কিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা করেছেন। বুধবার মুখ্যমন্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, “নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করেছি। বৈঠকে আমরা আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন পরিচালনা, আন্তঃনগর ট্রেন পরিচালনা, ধর্মনগর-সাব্রূমের মধ্যে লোকাল ট্রেন পরিচালনা, জিরানিয়া-বোধজঙ্গনগর (শিল্প এলাকা) এবং ধর্মনগর-কৈলাশরের মধ্যে নতুন রেললাইন, আগরতলা-গুয়াহাটির মধ্যে কিষাণ রেল পরিচালনার মতো বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেছি।”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এর আগে, তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন এবং ত্রিপুরার উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। মানিক সাহা বলেন, “আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে নয়াদিল্লিতে তার বাসভবনে দেখা করেছি এবং বিদ্যা জ্যোতি স্কুলের উন্নয়ন, মহিলা মহাবিদ্যালয়কে মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।”