এবার বাজার কাঁপানো ফোন আনছে iQOO, বাজার ছেড়ে পালাবে প্রতিদ্বন্দ্বী সংস্থারা!

iQOO Neo 10 pro plus key specifications launch timeline leaked

iQOO Neo 10R আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, iQOO চীনে Neo 11 সিরিজের একটি নতুন স্মার্টফোন উন্মোচনের জন্যও প্রস্তুতি নিচ্ছে। আবার এখন, iQOO Neo 10S Pro+ নামে একটি নতুন স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এই ফোনে চোখ কপালে তোলার মতো ফিচার্স থাকবে বলে দাবি করা হয়েছে। iQOO Neo 10 এবং Neo 10 Pro-এর পর, iQOO Neo 10S Pro+ সিরিজের তৃতীয় ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে এটি।

READ MORE:  Samsung ফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক One UI 7 বিটা কীভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন?

iQOO Neo 10S Pro+ ফিচার্স ও লঞ্চ টাইমলাইন

বিখ্যাত চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি করেছেন যে, iQOO Neo 10S Pro+ কিছু ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের সঙ্গে আসবে। তাঁর মতে, এতে Snapdragon 8 Elite চিপসেট থাকবে। এই চিপটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি বা ১ টিবি স্টোরেজের সাথে যুক্ত করা হবে। ফোনটিতে ৬.৮২ ইঞ্চি ওলেড ডিসপ্লে প্যানেল থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে।

READ MORE:  দুবাইয়ের থেকেও ভারতে সস্তা iPhone 16e, কোন দেশে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে দেখে নিন

এছাড়াও, iQOO Neo 10S Pro+ ফোনটিতে ভিভোর নিজস্ব গ্রাফিক্স চিপ ও আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।আইকিউ নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে কবে লঞ্চ করবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে যে, চলতি বছরের প্রথমার্ধে iQOO Neo 10S মডেলটির সাথে প্রকাশ হতে পারে।

iQOO Neo 10S সিরিজ সম্পর্কে যা জানা গিয়েছে

এই সিরিজের স্মার্টফোনগুলির পিছনে ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে গঠিত। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। এছাড়া, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,১০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি থাকবে বলেও শোনা যাচ্ছে।

READ MORE:  OnePlus Ace 5S Specification: 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে OnePlus, সাথে থাকবে অসাধারণ প্রসেস | OnePlus Ace 5S Display
Scroll to Top